সোহরাব হোসেন,সিংগাইর (মানিকগঞ্জ) : মানিকগঞ্জের সিংগাইরে অর্থনৈতিক ও সামাজিক কর্মসূচী বাস্তবায়নে দেশের শীর্ষ স্থানীয় এনজিও প্রশিকার সঞ্চয় ও ঋণদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ জানুয়ারী)বিকেল সাড়ে ৩টার দিকে প্রশিকা সিংগাইর উন্নয়ন এলাকার তৃনমূল প্রশিক্ষণ কেন্দ্র ও কার্যালয় বাইমাইলে ঋণ বিতরণের মধ্য দিয়ে এ আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
প্রশিকার জোনাল ম্যানেজার শাহীন রহমানের সঞ্চালনায় ও সেন্ট্রাল ম্যানেজার আমিনুল ইসলাম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঋণদান কার্যক্রম উদ্বোধন করেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী মোঃ সিরাজুল ইসলাম।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সিনিয়র পরিচালক আবুল কালাম আজাদ, জোনাল ম্যানেজার মোঃ আখতারুজ্জামান, সিংগাইর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বশির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনোয়ারা খাতুন, বায়রা ইউপি সাবেক চেয়ারম্যান দেওয়ান মনিরুজ্জামান হিরু, কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি মোঃ ওবায়দুর রহমান, ও প্রশিকার এরিয়া ম্যানেজার জিল্লুর রহমান বিশ্বাস অপূর্ব প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশের শীর্ষ স্থানীয় জনপ্রিয় এ প্রতিষ্ঠানটি দীর্ঘ সময় বন্ধ থাকার পর নতুন করে যাত্রা শুরু করলো। প্রশিকার সাথে সম্পৃক্ত সর্বস্তরের জনগণের সম্পদ তাদের হাতে আসলো। সংগঠনটি এ উন্নয়ন এলাকার মানুষের জীবন মান উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি আরো বলেন, দরিদ্র জনগোষ্ঠীর আইনী সহায়তা, প্রতিবন্ধীদের উন্নয়ন, মাদকাসক্তি প্রতিরোধ, সার্বজনিন শিক্ষা, সামাজিক বনায়ন, পরিবেশ সম্মত কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, ত্রাণ ও পুর্নবাসন কর্মসূচীসহ আর্থিক সেবা, প্রশিক্ষণ, নারীর অবস্থার উন্নয়ন ও অর্থনৈতিকভাবে উৎপাদনশীল একটি সমাজ প্রতিষ্ঠা করাই সংগঠনটির মূল লক্ষ্য।