সোমবার সকাল ১১ টার দিকে মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায় সদর থানা পুলিশ।
নিহত ইমদাদুল হক চর বেওথা এলাকার মৃত মোন্নাফ হোসেন মঙ্গলের ছেলে। সংসার জীবনে ৫ সন্তানের জনক ছিলেন ইমদাদুল হক।
এ বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জ পৌরসভা এলাকার ৮ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর আবু মো. নাহিদ বলেন, রোববার রাত থেকে নিখোঁজ ছিলেন রিকশা চালক ইমদাদুল হক ইদু।
পরে সকালে স্থানীয়দের দেওয়া খবরের উপর ভিত্তি করে সদর উপজেলার আন্ধারমানিক এলাকা থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।
এসব বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, স্থানীয়দের দেওয়া খবরের উপর ভিত্তি করে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। রিকশা চালক ইমদাদুল হক ইদুকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে বলে মন্তব্য করেন তিনি।