আরফাত বিপ্লব, লোহাগাড়া (চট্টগ্রাম) : নিখোঁজের ৫ দিন অতিবাহিত হলেও উদ্ধার করা যায়নি লোহাগাড়া উপজেলা জাতীয় পার্টির নেতা ও গবাদী পশু ব্যবসায়ী আনোয়ার হোসেন (৪২)। এই অবস্থায় উদ্বিগ্ন হয়ে পড়েছে তার পরিবার।
তিনি উপজেলার সদর ইউনিয়নের দরবেশ হাট সওদাগর পাড়ার মৃত আহমদ সওদাগরের ছেলে ও তিন ছেলের জনক। তিনি গত গত ইউপি নির্বাচনে লোহাগাড়া সদর ইউনিয়নে লাঙ্গল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন।
গত বুধবার (৩০ ডিসেম্বর) রাত ৮টা থেকে তিনি নিখোঁজ রয়েছেন। পরদিন তার ভাই সেলিম উদ্দিন লোহাগাড়া থানায় নিখোঁজ ডায়েরি করেন। গতকাল সোমবার বিকাল পর্যন্ত তার কোন খোঁজ পাওয়া যায়নি। গত শনিবার দুপুরে অপরিচিত এক ব্যক্তি মুঠোফোনে মুক্তিপণ দাবী করেছেন বলে জানান তার স্বজনরা। পরে মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
তার ছোট ভাই সেলিম উদ্দিন জানান, ঘটনার দিন আনোয়ার বিকেলে নিজ বাড়ি সংলগ্ন খামার থেকে রাতে বটতলী মোটর স্টেশনে ভাড়া বাসায় ফেরার পথে নিখোঁজ হন। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। শনিবার দুপুরে অপরিচিত এক ব্যাক্তি মুঠোফোনে তার কাছ থেকে দশ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করেন বলে তিনি জানান।
তিনি আরো জানান, রবিবার সকালেও কুমিল্লা থেকে ফোন করে এক ব্যক্তি জানান আনোয়ারকে পাওয়া গেছে। কিন্তু গাড়ি ঠিক করে কুমিল্লা যাওয়ার প্রস্তুতি নিতে নিতেই ওই মুঠোফোনটিও বন্ধ করে দেয়া হয়। এঘটনায় আনোয়ার হোসেনের পরিণতি নিয়ে তার পরিবারকে শঙ্কিত করে তুলছে। তাছাড়া আনোয়ার নিখোঁজের পর থেকে তার খামারের ২ জন কর্মচারী উধাও হয়ে যায়।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ জানান, এখনো কোন ক্লু পাইনি তবে নিখোঁজ আনোয়ারকে খুঁজতে তথ্য-প্রযুক্তির সহয়তা নিয়ে প্রচেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ।
আনোয়ারের স্ত্রী নার্গিস আক্তার কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘আমার স্বামী আনোয়ার হোসেনের সাথে কারো কোনো বিরোধ ছিল না। তিনি সহজসরল একজন ব্যবসায়ী। একজন জলজ্যান্ত মানুষ খামার থেকে বাড়ি আসার পথে নিখোঁজ হলো এবং ৫দিনেও এর কারণ খুঁজে বের করতে না পারা চাট্টিখানি কথা নয়। আমার সন্তানদের মুখের দিকে তাকাতে পারছি না। আমার শ্বাশুড়ি বারবার মুষড়ে পড়ছেন। যেভাবেই হোক অনতিবিলম্বে আমার স্বামীকে উদ্ধার করার জন্য সংশ্লিষ্ট সবার কাছে মিনতি জানাচ্ছি।’
স্থানীয় ব্যবসায়ী শাহাবুদ্দিন জানান, ৫দিনেও নিখোঁজ ব্যবসায়ী আনোয়ার হোসেন উদ্ধার না হওয়ায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই প্রশাসনের তৎপরতা নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন পরিচিত মুখ ব্যবসায়ী ও রাজনীতিক হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়া এবং ৫ দিনেও উদ্ধার না হওয়ার ঘটনা নানা প্রশ্নের ৃসষ্টি করেছে এলাকাবাসীর মনে। অবিলম্বে তাকে উদ্ধার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।