আরফাত বিপ্লব, লোহাগাড়া (চট্টগ্রাম) : লোহাগাড়ায় নিখোঁজ জাপা নেতা ও ব্যবসায়ী আনোয়ার হোসেনকে (৪২) ২৪ ঘন্টার মধ্যে উদ্ধারের দাবি জানিয়েছেন তার পরিবার ও উপজেলা জাপা নেতারা। মঙ্গলবার বিকালে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে স্থানীয় এক রেস্টেুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ ছালেম।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ সেলিম উদ্দিন, মোঃ খালেদ, বাদশা সিকদার, আব্দুল ওয়াহাব খোকন, মৌলনা সিফাত উল্লাহ্, মোঃ ইলিয়াস মেম্বার, সিরাজুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর, নিঁখোজ আনোয়ার হোসেনের মা জান্নাত আরা বেগম, স্ত্রী নার্গিস আক্তারসহ ৩ ছেলে, ছোট ভাই খোরশেদ আলম শিমুল ও মোঃ জসিম উদ্দিন প্রমুখ।
আনোয়ার হোসেনের মা জান্নাত আরা বেগম ও স্ত্রী নারগিস আকতার নিখোঁজ আনোয়ারকে উদ্ধারের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এসময় তার বৃদ্ধ মা কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি ছেলেকে ফিরে পেতে প্রশাসনকে দ্রুত পদক্ষেপের জন্য অনুরোদ জানান।
উল্লেখ্য লোহাগাড়ার বিশিষ্ট ব্যবসায়ী ও জাপা নেতা আনোয়ার হোসেন গত ৩০ ডিসেম্বর রাত ৮টায় দরবেশহাট থেকে বটতলী সদরের ভাড়া বাসায় ফেরার পথে নিঁখোজ হয়। নিখোঁজের ৭ দিন অতিবাহিত হলেও উদ্ধার না হওয়ায় এলাকায় সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।