মুক্তমন ডেস্ক: গাজীপুরে হাজীরপুকুর এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব। টনাস্থল থেকে র্যাব সদস্যরা জব্দ করে একটি সাদা রংয়ের প্রাইভেটকার ও ৪ মাদক ব্যবসায়ীকে ।
জিএমপি গাছা থানাধীন ছয়দানা হাজীর পুকুরপাড় এলাকায় ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের উপর গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের আটক ও ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ করা হয়।
র্যাব-১ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানাধীন হাজীর পুকুরপাড় এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাদক বিক্রির সাথে জড়িত অভিযোগে এরশাদ মোল্লা (৩৭), মোহাম্মদ ফারুক (৩১), শরিফুল ইসলাম (৪০) এবং সাহিদুল ইসলাম সোহেবকে (৩০) আটক করা হয়।