বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা: নাটোরের বাগাতিপাড়ায় শিক্ষকদের বেসিক আইসিটি ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের আইসিটি ট্রেনিং সেন্টারে এই অনুষ্ঠান হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। ইয়াছিনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রশিক্ষক মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য দেন নাটোর সদরের প্রশিক্ষনার্থী কসবা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর রহমান।
এর আগে ১২ তারিখে শুরু হয়ে ১৫ দিনের এই প্রশিক্ষণে বিভিন্ন কারিগরি,মাধ্যমিক, মাদ্রাসা এবং কলেজের ২৪ জন শিক্ষক অংশগ্রহণ করেন। এই সমাপনী অনুষ্ঠানে সকল প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।