সাভার প্রতিনিধি: সাভার থেকে সোমবার (১১ জানুয়ারি) দিবাগত রাতে ফেন্সিডিল ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব- ৪। উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর যাদুরচর ও পৌর
এলাকার বাড্ডা ভাটপাড়া মহল্লাা থেকে তাদেরকে আটক করে র্যাব।
আটককৃতরা হলো- যাদুরচর এলাকার মাদক ব্যবসায়ী তুহিন হাওলাদার ও শফিক এবং সাভার পৌর এলাকার বাড্ডা ভাটপাড়া মহল্লার নারী মাদক ব্যবসায়ী পারভীন আক্তার।
র্যাব-৪ সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত গভীর রাতে সাভারের হেমায়েতপুরের যাদুরচর এলাকায় শীর্ষ মাদক ব্যবসায়ী তুহিন হাওলাদার ও শফিককে সাত টি ব্যাগে করে ভারতীয় ফেন্সিডিল বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিতিত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদেরকে আটক করে সাতটি ব্যাগে তল্লাশী চালিয়ে ৪শ ৪৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। র্যাব-আরো জানান- হেমায়েতপুর এলাকা থেকে আটক দুই
মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধীক মাদক মামলা রয়েছে।
অপরদিকে সাভারের বাড্ডা ভাটপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১শ ৯৬ পিচ ইয়াবা ট্যাবলেটসহ সাভারের শীর্ষ নারী মাদক ব্যবসায়ী পারভীন আক্তারকে আটক করা হয়েছে। র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী বলেন,আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে সাভার মডেল থানায় মামলা করা হয়েছে।