এম মাঈন উদ্দিন, মিরসরাই: মিরসরাই উপজেলার বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী নজরুল ইসলাম সোহাগের ব্যক্তিগত উদ্যোগে ছুফিয়া খাতুন প্রাথমিক বিদ্যালয়ে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) প্রতিষ্ঠানের পক্ষে ডাক্তার স্বপন কুমার দাশের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, ছাত্রলীগ নেতা কপিল উদ্দিন, সাহাদাত রনি ও শেখ মৌমিন। নজরুল ইসলাম সোহাগ বলেন, আমি পরিশ্রম করে আজকের এই অবস্থানে এসেছি। আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছে। আমি সবসময় চেষ্টা করি সমাজের অসহায় মানুষের জন্য কিছু করতে। তারই ধারাবাহিকতায় আজ মিরসরাই পৌরসভার তারাকাটিয়া এলাকার ছুফিয়া খাতুন প্রাথমিক বিদ্যালয়ে আর্থিক সহায়তা দিয়েছি।
তিনি আরও বলেন, গত ১ জানুয়ারি আমার নিজ এলাকা মিরসরাই সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পশ্চিম কিছমত জাফরাবাদ এলাকার ২০০জন শীতার্তদের মাঝে শীত বস্ত্র দিয়েছি।