মুক্তমন ডেস্ক : ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ট্রাকের ধাক্কায় নসিমনের ৭ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৪৫মিনিটে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের মদনডাঙ্গা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে সাতজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জাহাঙ্গীর আলম বলেন, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ট্রাক বিপরীতমুখী নসিমনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।