এম,মনিরুজ্জামান,রাজবাড়ী প্রতিনিধি : মঙ্গলবার রাজবাড়ী সদরের গোপালবাড়ি মাঠে রত্না সীড’স এর উদ্যোগে কৃষক সমাবেশ ও বিষমুক্ত আরাফাত জাতের টমেটো মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
সদরের বরাট ইউনিয়নের আর্দশ কৃষক মোঃ সিরাজ মোল্লার সভাপতিত্বে ওই কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন রত্না বীজ ভান্ডারের ডেপুটি ডিরেক্টর মোঃ জাহিদুল ইসলাম।বক্তব্য রাখেন রাজবাড়ী কৃষিঘরের প্রোপাইটার মোঃ আব্দুল খালেক,চাষী গোলাম মোস্তফা,শাহিনুর রহমান ও মোঃ জাহিদুল ইসলাম।
মাঠ দিবসে টমেটো চাষীরা জানান,পদ্মা নদীর পারে গোপালবাড়ি এলাকায় চলতি বছর বিষমুক্ত উন্নত আরাফাত জাতের টমোটোর বাম্পার ফলন হয়েছে।নতুন এই জাতের টমেটো এ বছর প্রথমে আবাদ করেই কৃষকরা বিঘা প্রতি দুই টন করে টমেটো উৎপাদন করছে।
তাছাড়া এই জাতের টমোটে কম সময়ে ও জৈব সার দিয়েই ভাল ফলন পাওয়া যায়। তাই আগামী বছর ওই মাঠের অধিকাংশ কৃষকই আরাফাত জাতের টমেটোর আবাদ করবেন বলে মাঠ দিবসে মতামত ব্যক্ত করেন।