ময়মনসিংহ সংবাদদাতা: ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় বিএনপির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
সোমবার সকাল ১১টায় ধোবাউড়া বিন্দুবাসীনি উচ্চ বিদ্যালয়ে তিনশতাধিক শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন তিনি।
এরআগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি মানুষের দুর্দশায় পাশে আছে ভবিষ্যতেও থাকবে। তীব্র শীতের মধ্যে মানুষ কষ্টের মধ্যে দিনযাপন করছে। শীতার্ত মানুষের জন্য পর্যাপ্ত শীতবস্ত্র প্রদান এবং প্রকৃত দুঃস্থ মানুষের মাঝে বিতরণ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
শীতবস্ত্র বিতরণ কালে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মফিজ উদ্দিন, যুগ্ম সম্পাদক ফরহাদ রব্বানী সুমন, আব্দুল কুদ্দুছ, সাংগঠিনক সম্পাদক মোয়াজেম হোসেন খান লিটন, আবুল কাসেম ডলার, উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক ও ধোবাউড়া প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম, সহ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, কৃষক দলের আহব্বায়ক নয়ন মন্ডল, সদস্য সচিব কাছম আলী, হযরত আলী, জেলা সেচ্ছাসেবক দলের যুন্ম সম্পাদক এইচ.এম ইমরান হোসেন, লিটন, কামরুল ইসলাম সুমন, যুব নেতা ফরহাদ আল রাজী, মাসুদ চৌধুরী, সিরাজুল খান, জেলা ছাত্র দলের সহ-সাধারণ সম্পাদক ফারুক হোসাইন উপজেলা ছাত্রনেতা সাইফুল ইসলাম পলাশ, জালাল উদ্দিন, সিরাজুল ইসলাম, কলেজ ছাত্রদল নেতা সারোয়ার, মাসুম ফকির সোহাগ, এছাড়াও বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ সংগঠনের নেতৃবন্দ।