মুক্তমন ডেস্ক: চট্টগ্রামের বাকলিয়ায় ছুরিকাঘাতে ছাত্রলীগ কর্মী রোহিত নিহত হওয়ার ঘটনায় মূলহোতা মহিউদ্দিন ও বাবুকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৮ জানুয়ারি) প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, এলাকায় আধিপত্য বিস্তারের পাশাপাশি মাদক ব্যবসার বিরোধকে কেন্দ্র করে তারা পরিকল্পিতভাবে রোহিতকে হত্যা করেছে।
গত ৮ জানুয়ারি আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর মিছিল থেকে বাসায় ফেরার পথে রোহিতকে ছুরিকাঘাত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়। মৃত্যুর আগে রোহিত হত্যাকারীদের নাম বলে যায়। ওইদিন (শুক্রবার) দুপুরে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রোহিতের মৃত্যু হয়।
নেজাম উদ্দিন আরও বলেন, রোহিত নগরীর বেসরকারি এমইএস কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে তার ওপর হামলা হয়েছিল। রোহিতের ভাই জাহিদুর রহমান তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।