তৌহিদ চৌধুরী প্রদীপ,সুনামগঞ্জ : সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আখতারুজ্জামান আহমদ বিজয়ী হয়েছেন ।
সোমবার (১৮ জানিুয়ারি) জেলা আইনজীবী সমিতি ভবনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে ৪০৯ জনের মধ্যে ৩৬৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে এড. নজরুল ইসলাম শেফু সভাপতি পদে ১৮৮ ভোট এবং সাধারণ সম্পাদক পদে এড. আক্তারুজ্জামান আহমদ ১৯৩ ভোট পেয়ে নির্বাচিত হন।
দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাত ৯টায় এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এড. সৈয়দ ফওয়াদুল জওয়াদ, সহকারি নির্বাচন কমিশনার এড. শামছুর রহমান ও এড. বিশ্বজিৎ চক্রবর্তী।
সাধারণ সম্পাদক পদে ১৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাড. আখতারুজ্জামান আহমদ। প্রতিদ্বন্দ্বী অ্যাড. মিজানুর রহমান ১১৮ ভোট এবং অ্যাড. বদর উদ্দিন ৫১ ভোট পেয়েছেন।
অন্যান্যের মধ্যে সহসভাপতি অ্যাড. মো. নানু মিয়া ২০৬ ভোট ও অ্যাড. মুহাম্মদ আজিজুর রউফ ২৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী অ্যাড. মো. মাসুক আহমদ ১৯৬ ভোট পেয়েছেন।
সহসাধারণ সম্পাদক পদে ২৫৬ ভোট পেয়ে অ্যাড. হাসান মাহবুব সাদী ও ২১২ ভোট পেয়ে অ্যাড. মো. রমজান আলী নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী অ্যাড. ফয়সল আহমদ ১৭১ ভোট পেয়েছেন।
অর্থ সম্পাদক পদে ২০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাড. মোহাম্মদ জমির উদ্দিন। প্রতিদ্বন্দ্বী অ্যাড. মো. আবুল বাশার ১৫২ ভোট পেয়েছেন।
এ ছাড়া বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন পাঠাগার সম্পাদক অ্যাড. মনজু মিয়া, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক অ্যাড. জিয়াউর রহমান. সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাড. মো. সাজ্জাদুর রহমান, নির্বাহী সদস্য অ্যাড. মো. ফরিদ উন নবী, অ্যাড. মো. আবদুল হক, অ্যাড. মো. শেরেনুর আলী, অ্যাড. মো. আনোয়ার হোসেন ও অ্যাড. মোহাম্মদ শাহীনূর রহমান।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আইনজীবী সৈয়দ ফওয়াদুল জওয়াদ। নির্বাচন কমিশনার ছিলেন অ্যাড. বিশ্বজিৎ চক্রবর্তী ও অ্যাড. মো. শামসুর রহমান।