মিরসরাই প্রতিনিধি: আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য মিরসরাই পৌরসভা নির্বাচনে ৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়বেন সাবেক ছাত্রনেতা কামরুল হাসান আরমান। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় সমর্থন আদায়ে জোর লবিং চালিয়ে যাচ্ছেন দুঃসময়ের ত্যাগী এই নেতা।
কামরুল হাসান আরমান মিরসরাই পৌরসভার ৬ নং ওয়ার্ডের হাজি সোলেমান মেম্বার বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আলহাজ্ব নুরুল গনি। ১৯৯৫ সালে এসএসসি, ১৯৯৭ সালে এইচএসসি ও ২০০০ সালে বিকম পাস করেন।
স্কুল জীবন ১৯৯৪ সাল থেকে তিনি ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত হয়েছেন।
ওই বছরই তিনি স্কুল ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পান। এরপর ১৯৯৮ সালে মিরসরাই কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক, ২০০৫ সালে উপজেলা ছাত্রলীগর সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।
পড়াশোনা শেষ করে তিনি যুবলীগের রাজনীতির সাথে সম্প্রক্ত হন। ২০০৫ সালে উপজেলা যুবলীগের সদস্য ও ২০১২ সালে উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্যের দায়িত্ব পালন করেছেন।
কামরুল হাসান আরমান বলেন, বঙ্গবন্ধুর আদর্শে দীক্ষিত হয়ে স্কুল জীবনে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়েছি। তখন থেকে প্রিয় নেতা, আমাদের অভিবাবক, সাবেক সফল মন্ত্রী জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নির্দেশে রাজনৈতিক সকল কর্মসূচি বাস্তবায়ন করে আসছি।
মিরসরাই পৌরসভায় যখন বিএনপির ঘাঁটি ছিল, তখন অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছি। সকল হুমকি, ধমকি, মামলা, হামলা আমাকে আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি। ১৯৯৬ সালে জামায়াত-বিএনপির একতরফা নির্বাচন বয়কট করে অসহযোগ আন্দোলনে সামনে থেকে অগ্রণী ভূমিকা পালন করেছি।
২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সন্ত্রাসীরা আমার উপর হামলা করে এবং তাদের সন্ত্রাসী বাহিনী আমার বাড়িতেও ভাংচুর চালায়। এক পর্যায়ে মিরসরাই ছাড়তে বাধ্য হই। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আবারো সর্বোচ্চ ত্যাগ করে নৌকা প্রতিকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে সংসদ সদস্য নির্বাচিত করেছি।
২০১৪ সালে রাজপথে অগ্রভাগে থেকে বিএনপি-জামায়াতের নাশকতা প্রতিহত করেছি। কোনদিন দল থেকে কিছু চাইনি।
তিনি আরো বলেন, রাজনীতির পাশাপাশি সমাজসেবা করতে আগামী পৌরসভা নির্বাচনে ৬ নং ওয়ার্ডে আমি আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে, আমাদের অভিবাবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও মিরসরাই’র আগামীর কান্ডারী আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল ভাইয়ের হাতকে আরো শক্তিশালী করতে নিজেকে উজাড় করে দেব।
দলীয় সমর্থন পাওয়ার ব্যাপারে কামরুল হাসান বলেন, দীর্ঘ সময় রাজনীতি করে যাচ্ছি। দল থেকে কোনদিন কিছু চাইনি। এবার কাউন্সিলর পদে দলীয় সমর্থন আশা করছি। আমার বিশ্বাস সবকিছু বিবেচনা করলে আমি দলীয় সমর্থন পাবো ইনশাআল্লাহ।