খাগড়াছড়ি সংবাদদাতা: খাগড়াছড়িতে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ৭ম পৌর নির্বাচনে পুন: নির্বাচিত ৫নং পৌর ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্দুল মজিদ কে সংবর্ধনা জানায় ইসলামপুর ওয়েলফেয়ার সোসাইটি। শুক্রবার সন্ধ্যা ৮.০০ ঘটিকায় ৫নং ওয়ার্ডের ইসলামপুরস্থ ইসলামপুর রেনেসাঁ ক্লাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইসলামপুর বায়তুল আমান জামে মসজিদের সন্মানিত খতীব মাওলানা মোঃ শরীয়ত উল্যাহ এবং ইসলামপুর রেনেসাঁ ক্লাব
সভাপতি মোঃ শহীদুল ইসলাম, ইসলামপুর ওয়েলফেয়ার সোসাইটির সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ছাত্র ও যুব সমাজ।

অনুষ্ঠানে বক্তারা এলাকার শতভাগ শিক্ষার হার নিশ্চিতকরণ, মাদকমুক্ত সমাজ গঠন, সুষ্ঠু সংস্কৃতির বিকাশ, অসহায় পরিবারের পাশে থাকার ব্যাপারে সংগঠনের সদস্যদের আহ্বান জানান।
এসময় কাউন্সিলর মজিদ ‘ইসলামপুর ওয়েলফেয়ার সোসাইটি’র উদ্দেশ্য এবং কর্মপরিকল্পনার সাথে একাত্মতা পোষণ করে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন।