সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ): শরীরের সাথে যেমন মাংসের সম্পর্ক তেমনি মাটির সাথে কৃষকের সম্পর্ক। কৃষকের উন্নয়ন বাদ দিয়ে কোনোভাবেই দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই দেশকে বাঁচাতে হলে ফসল উৎপাদনের কারিগর কৃষককে বাঁচাতে হবে।
বুধবার (২৭ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের চাড়াভাঙ্গা নদীর ঘাট এলাকায় অপরিকল্পিতভাবে ধলেশ্বরী নদী খনন ও তীরবর্তী ফসলি জমি থেকে মাটি কাটার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
তারা আরো বলেন, আমরা এক সময় নদী খননের জন্য আন্দোলন করেছি। দূর্ভাগ্যের বিষয় আজ আমাদেরকে অপরিকল্পিত নদী খননের প্রতিবাদে আন্দোলন করতে হচ্ছে। কোনোভাবেই মানা হচ্ছে না নদী খননের নিয়মনীতি। নদী খননের কাজে কার্টার ড্রেজার ব্যবহারের কথা থাকলেও সেখানে ব্যবহার করা হচ্ছে স্থানীয়ভাবে তৈরি শ্যালো মেশিনের ড্রেজার।
আর ওই মেশিন দীর্ঘদিন একই স্থানে বসিয়ে হচ্ছে শুধু বালুর ব্যবসা। পাশাপাশি নদীর পাড় নির্ধারণ না করে ভেকু দিয়ে নদী তীরবর্তী ফসলি জমির মাটি কেটে বিক্রি করা হচ্ছে ইটভাটাসহ বিভিন্ন জায়গায়। আর এসব দেখেও যারা না দেখার ভান করছে তারাও এ কাজের অংশীদার বলে বক্তারা অভিযোগ করেন।
বাংলাদেশ কৃষক সমিতি সিংগাইর উপজেলা শাখার ব্যানারে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সিপিবির সভাপতি অধ্যক্ষ আবুল ইসলাম শিকদার ও পরিচালনা করেন সিপিবির সহসম্পাদক আরশেদ মাষ্টার।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-কেন্দ্রীয় কৃষক সমিতির সহসম্পাদক আবিদ হোসেন, নির্বাহী সদস্য ও গণজাগরণ মঞ্চের অগ্নিকন্যা লাকী আক্তার,জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি আব্দুল মান্নান, উপজেলা কৃষক সমিতির সভাপতি কমরেড নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক নূরুল হক, কৃষক নেতা আজাদ হোসেন খান ও ভূক্তভোগী স্থানীয় কৃষক মুফতি আব্বাস উদ্দিন প্রমুখ।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রায় ৩ শতাধিক লোক অংশ নেন। নদী খননের নামে মাটি ও বালুর ব্যবসা বন্ধ না করলে বৃহত্তর আন্দোলনের ঘোষনা দেন তারা। এর আগে গত ১৭ জানুয়ারি কৃষক সমিতির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রায় ১০০ জন কৃষক স্বাক্ষরিত স্মারক লিপি জমা দেন।
এ ব্যাপারে মানিকগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মাঈন উদ্দিন বলেন, ডিজাইনের বাইরে নদী খনন বা মাটি কাটার সুযোগ নেই। এর ব্যতিক্রম ঘটলে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সমন্বয়ে তাৎক্ষনিক আইনগত ব্যবস্থা নেয়া হবে।