সাভার (ঢাকা)সংবাদদাতা : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকোর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার সাভার পৌর এলাকার উত্তর জামসিং এলাকায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সন্ধ্যায় ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবদুর রহমান বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন ইলিম।
এ সময় ঢাকা জেলা সহ-সভাপতি জিল্লুর রহমান, জহিরুল ইসলাম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ স¤পাদক নাজমুল হাসান অভি, যুগ্মসাধারণ স¤পাদক আব্দুল্লাহ ইউসুফ, সহ-সাধারণ স¤পাদক আব্দুল মান্নান ফিরোজ।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দল নেতা শফিকুল ইসলাম বাবুল, হাফেজ দেলোয়ার, আমিনুল ইসলামসহ অন্যান্য স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। আলোচনা শেষে আরাফাত রহমান কোকোর রুহের আত্ত্বার শান্তি ও মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।