আব্দুল আওয়াল,নাটোর: নাটোরের বাগাতিপাড়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পেলেন ১নং প্যানেল মেয়র ইউসুফ আলী। সোমবার (১ ফেব্রুয়ারি) নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক গোলাম রাব্বি স্বাক্ষরিত পত্রে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ২১ জানুয়ারি স্থানীয় সরকার বিভাগ পৌরশাখা-২ এর উপ-সচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সরকারী দায়িত্ব পালন না করা ও সেই সাথে সরকারী নির্দেশনা অমান্য করা, জাতীয় দিবসগুলোতে অংশগ্রহণ না করা এবং সর্বশেষ এডিপির অর্থ ব্যয়ে অনিয়মসহ নানা অভিযোগে পৌরসভার মেয়র মোশাররফ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়।
প্যানেল মেয়র ইউসুফ আলী জানান, চিঠিটি হাতে পেলেও মঙ্গলবার দুপুর পর্যন্ত মেয়রের দায়িত্ব তিনি বুঝে পাননি। এদিকে নাটোর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বী বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।