মিরসরাই প্রতিনিধি : মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আবছার মিয়াজী (৬৫) ইন্তেকাল করেছেন। বুধবার (৩ ফেব্রæয়ারি) সকালে তিনি হৃদক্রিয়া আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। বুধবার দুপুর ২টায় বারইয়ারহাট পৌরসভায় নিজ বাড়ির প্রাঙ্গনে নামাজের জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন, ফেনী জেলা বিএনপির আহŸায়ক শেখ ফরিদ বাহার, উপজেলা বিএনপির আহŸায়ক নুরুল আমিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবদুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, গাজী নিজাম উদ্দিন, নুরুল আবছার চেয়ারম্যান, বারইয়ারহাট পৌর বিএনপির আহŸায়ক দিদারুল আলম মিয়াজী,
বিএনপি নেতা মনিরুল ইসলাম ইউসুফ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক সভাপতি মাঈন উদ্দিন লিটন, উপজেলা জামায়াতের আমীর নুরুল কবির, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক
আবুল হোসেন, বারইয়ারহাট পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক কমিশনার নিজাম উদ্দিন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমচৌধুরী, সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ সহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ।
বিএনপি নেতা নুরুল আবছার মিয়াজীর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। দলটির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর বাংলাদেশী জাতীয়তাবাদী
দর্শনে গভীরভাবে আস্থাশীল মরহুম নুরুল আবছার মিয়াজী একজন দক্ষ সংগঠক হিসেবে মিরসরাই উপজেলা বিএনপিকে শক্তিশালী ও গতিশীল করতে বলিষ্ট ভূমিকা পালন করেছেন। এছাড়া বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী
বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রামে তার সক্রিয় অংশগ্রহণ ছিলো প্রশংসনীয়। এছাড়া জনপ্রিয় জনপ্রতিনিধি হিসেবে তিনি এলাকাবাসীর হৃদয়ে চিরঅ¤øান হয়ে থাকবেন। নুরুল আবছার মিয়াজীর ইন্তেকালে মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ও মাহবুবের রহমান শামীম তাঁর পরিবারবর্গের প্রতি গভীর শোক প্রকাশ করেন তারা।