সোহরাব হোসেন,(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ঐতিহ্যবাহী ওয়াল্টেনগঞ্জ খ্যাত বায়রা বাজারের চৈতালী হাটের উন্মুক্ত জায়গা ভূমিদস্যুদের কবল থেকে রক্ষার দাবীতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন বাজার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা। বুধবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে ওই বাজারের চৈতালী হাটে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করা হয়।
বায়রা বাজার বনিক সমিতির সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কহিনুর হোসেনের পরিচালনায় মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বনিক সমিতির সাধারণ সম্পাদক পল্লী চিকিৎসক মোঃ লোকমান হোসেন, বীরমুক্তিযোদ্ধা দেওয়ান শওকত হোসেন তারা , স্থানীয় বাসিন্দা মোতালেব হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক নূরে আলম মামুন ও বাজারের ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বায়রা বাজারটির ঐতিহ্য নষ্ট করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উদ্যোক্তা স্থানীয় সানাইল গ্রামের মোঃ মোয়াজ্জেম হোসেন ভেন্ডারের পুত্র মোঃ মিজানুর রহমান ভূমি অফিসের কর্মকর্তাদের ভূল বুঝিয়ে কিছু লোকের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে বন্দোবস্ত দেয়ার পায়তারা করছেন।
তার পরিবারের একাধিক লোকের নামও রয়েছে এ বন্দোবস্তের তালিকায় । বক্তারা আরো বলেন, এ নিয়ে এলাকাবাসী ও বাজার ব্যবসায়ী কমিটির পক্ষ থেকে গত ২৭ ও ৩১ জানুয়ারি জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
তারপরও ভূমিদস্যু চক্রটি তাদের অসৎ উদেশ্য হাসিলের পায়তারা অব্যাহত রেখেছে। যে কোনো মূল্যে বাজারের ঐতিহ্য রক্ষায় চৈতালি হাটের জায়গা সরকারি বন্দোবস্ত বন্ধে পরবর্তীতে কঠোর আন্দোলনে নামার ঘোষনা দেন তারা। মানববন্ধন কর্মসূচিতে ৩ শতাধিক লোক অংশ নেন।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উদ্যোক্তা অভিযুক্ত মোঃ মিজানুর রহমানের সাথে তার মোবাইল ফোনে ৬ বার ফোন দিয়ে যোগাযোগের চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।
এ ব্যাপারে জেলা প্রশাসক এসএম ফেরদৌস বলেন, হাটের জমি বন্দোবস্তে মানববন্ধন করে লাভ কি। আমরা কোভিডের ভ্যাকসিন নিয়ে কাজ করছি। অভিযোগের বিষয়ে তদন্ত করে অবশ্যই এটার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।