সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ) : পঞ্চমধাপের পৌর নির্বাচনের তফসিল অনুযায়ী মঙ্গলবার (২ফেব্রুয়ারি) ছিল মনোনয়ন পত্র দাখিলের শেষদিন।
এতে উপজেলা নির্বাচন অফিসে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমানের কাছে মেয়র পদে আওয়ামীলীগ,বিএনপি,জাতীয়পার্টি ও স্বতন্ত্র প্রার্থীসহ ৫জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সেই সাথে কাউন্সিলর পদে ৩২ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন।
মেয়র পদে প্রার্থীরা হচ্ছেন-আওয়ামীলীগের আবু নাঈম মোঃ বাশার, বিএনপির বর্তমান মেয়র অ্যাডভোকেট খোরশেদ আলম ভূঁইয়া জয়, জাতীয় পার্টির আবু বকর সিদ্দিক ও স্বতন্ত্র প্রার্থী জাহাবুল হক এবং শেখ মোঃ আব্বাস আলী।
এদিকে, পৌরসভা নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলকে কেন্দ্র করে সকাল ১০টা থেকে উপজেলা নির্বাচন অফিস কার্যালয়ের আশপাশের পরিবেশ ছিল উৎসবমূখর । কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই মনোনয়ন পত্র দাখিল সম্পন্ন হয়েছে।

প্রথমে সকাল ১১টায় আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আবু নাঈম মোঃ বাশার নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করেন। পরবর্তীতে বিএনপি ,জাতীয়পার্টিসহ স্বতন্ত্র প্রার্থীদ্বয় ও নারী এবং পুরুষ কাউন্সিলর পদে মনোনয়ন পত্র দাখিল করেন।