সোহরাব হোসেন,সিংগাইর (মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের চর জামালপুর এলাকার এক মহিলা মাদরাসার শিক্ষক ক্বারী মাওলানা কাউছার আহম্মেদ হাওলাদার(২৭) মক্তব বিভাগের দু’ছাত্রকে বলাৎকার করার অভিযোগে গ্রেফতার হয়েছে।
সোমবার (৮ ফেব্রুয়ারি) নির্যাতিত জনৈক ছাত্রের পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন।
গ্রেফতারকৃত শিক্ষক কাউছার আহম্মেদ পটুয়াখালী সদর উপজেলার উত্তর দরান্দি গ্রামের মোঃ আলী আহম্মেদের পুত্র। মামলার এজাহার ও ভিকটিমদ্বয়ের পরিবারের সাথে কথা বলে জানা যায়, ওই দু’ ছাত্র মাদরাসায় অবস্থান করে মক্তব বিভাগে পড়ত।
এ সুযোগে মাওলানা কাউছার আহম্মেদ হাওলাদার নির্যাতিত দু’জনের মধ্যেএকজনকে গত ২১ জানুয়ারি রাত ৯ টার দিকে ও ২২ জানুয়ারি ভোর ৪টার দিকে ১০০ টাকার লোভ দেখিয়ে বলাৎকার করে। কাউকে বিষয়টি না জানাতে মেরে ফেলারও ভয় দেখান তিনি। পরে সকালে ভিকটিম পালিয়ে বাড়ি চলে যায়।
অপরদিকে, গত ২৮ জানুয়ারি রাত ৯ টার দিকে ওই শিক্ষক অপর ভিকটিমকে মাদরাসার ভেতর অফিস কক্ষের পশ্চিম পাশের রুমে বলাৎকার করে। বিষয়টি এলাকায় জানাজানি হলে অভিযুক্ত শিক্ষক কাউছার আহম্মেদকে স্থানীয়রা আটক করলে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে রোববার ৭ ফেব্রুয়ারি বিকেলে থানা পুলিশে সোপর্দ করা হয়।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ নজরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা শেষে ভিকটিম ২২ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে।