মুক্তমন ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জে মর্মান্তিক বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। গতকাল বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারের আলহাজ আমজেদ আলী তেল পাম্পের কাছে ঢাকা-খুলনা মহাসড়কে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, কুষ্টিয়াগামী গড়াই পরিবহনের দ্রুতগতির বাস একটি ট্রাককে অতিক্রম (ওভারটেক) করছিল। হঠাৎ বাসের চালক সামনে একটি ট্রাক দেখে ব্রেক করেন। কিন্তু তাতে কাজ হয়নি। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়। আর বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ট্রাকটি বাসটিকে মাঝ বরাবর আঘাত করে। দুমড়েমুচড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই প্রাণ হারায় শিশু, নারীসহ ৯ বাসযাত্রী। আহত হয় ১৫-২০ জন। পরে হাসপাতালে মৃত্যু হয় দুই বাসযাত্রীর। এর পর যশোর সদর হাসপাতালে মারা গেল আহতদের মধ্যে আরো একজন।
এদের মধ্যে ৫ জনই যশোর এমএম কলেজের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র। কলেজে পরীক্ষা শেষে তারা বাড়ি ফিরছিল।
তারা হলেন- কালীগঞ্জ উপজেলার ভাটপাড়া গ্রামের রনজিত দাসের ছেলে সনাতন দাশ (২৫), চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামের আব্দুর রশিদের মেয়ে রেশমা (২৬), কোটচাঁদপুর উপজেলার হরিনদিয়া গ্রামের হারুন অর রশিদ সোহাগ (২৫), কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামের মুস্তাফিজুর রহমান কল্লোল (২৪) সদর উপজেলার নাথকুন্ডু গ্রামের ইউনুস আলী (২৬)।
নিহত প্রত্যেকের বাড়িতে চলছে শোকের মাতম। শিক্ষা জীবনের শেষ পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বাস দুর্ঘটনায় প্রাণ গেল তাদের।