আব্দুর রাজ্জাক,ঘিওর (মানিকগঞ্জ) : দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় মানিকগঞ্জ ঘিওর উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমুহের সদস্যদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ’দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক” দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ঘিওর ডি,এন পাইলট উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তারের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহা পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ আতিকুল হক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক (উপ-সচিব) (আরবান রেজিলেয়েন্ট) প্রকল্প মোঃ আব্দুল মান্নান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর উপ-পরিচালক (প্রশাসন-২) ড. মোঃ হাবিব উল্লাহ বাহার, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশিক্ষণ) নিতাই দে সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব, জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা মোঃ মোহাম্মদ আওলাদ হোসেন, ডি.আর.আর.ডি (প্রধান কার্যালয়) রেখ রানি হালদার, জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা (মুন্সিগঞ্জ)
মোঃ আব্দুল কুদ্দুস বুলবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম প্রমূখ। উল্লেখ্য এই প্রশিক্ষণে ইউপি চেয়ারম্যান, সচিব, আনসার গ্রাম পুলিশ, ইউপি সদস্যসহ মোট ১৭৫ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করে। পরে প্রধান অতিথি সিংজুরি ইউনিয়নের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মত্রানালয় বন্যা আশ্রয়কেন্দ্র র্নিমীত ভবন ২ কোটি ৯৮ লাখ ৬০ হাজার টাকা ব্যয়ে বন্যা আশ্রয়কেন্দ্র নির্মান কাজ পরিদর্শন করেন।