এম মাঈন উদ্দিন (মিরসরাই ): আগামী ২৮ ফেব্রুয়ারি মিরসরাই পৌরসভা নির্বাচনে সংরক্ষিত ৪,৫,৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে লড়ছেন সাবেক কাউন্সিলর নারী নেত্রী মঞ্জুরা বেগম। নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন তিনি। প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে তাঁর চশমা প্রতিকে ভোট প্রার্থনা করছেন তিনি।
জানা গেছে, মঞ্জুরা বেগম দীর্ঘ সময় ধরে আওয়ামী মহিলা লীগের রাজনীতির সাথে জড়িত রয়েছেন। তিনি উপজেলা মহিলা লীগের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, মিরসরাই পৌরসভা মহিলা লীগের সভাপতি ও পৌরসভা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি ২০০১ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত মিরসরাই পৌরসভার কাউন্সিলর ছিলেন। রাজনীতি ছাড়াও তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত রয়েছেন। তিনি সিপিপির শ্রেষ্ঠ সদস্য নির্বাচিত হয়েছে।
মঞ্জুরা বেগম বলেন, মানব কল্যাণে কাজ করতে প্রথমেই নারীদের নিরাপত্তা নিশ্চিত, যৌন হয়রানি প্রতিরোধ, বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করবো। সুবিধাবঞ্চিত নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবো। আমি ২০০১ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত কাউন্সিলর থাকাকালীন অনেক উন্নয়ন করেছি। নাগরিক সেবা নিশ্চিত করেছি। বিভিন্ন ধরনের ভাতা যথাযোগ্য ব্যক্তিদের কাছে পৌঁছে দিয়েছি।
তিনি আরো বলেন, আমি দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থেকে মানুষের সেবায় নিয়োজিত রয়েছি। বঙ্গবন্ধুর আদর্শ আজও বুকে লালন করছি। সার্বিক উন্নয়নের রূপকার শেখ হাসিনার পথেই হেঁটে চলেছি। আগামী ২৮ ফেব্রুয়ারি আমাকে চশমা প্রতিকে ভোট দিয়ে পুনরায় মিরসরাই পৌরসভার কাউন্সিলর পদে নির্বাচিত করার জন্য ভোটারদের প্রতি অনুরোধ করছি।