এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম) :আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভা নির্বাচনকে ঘিরে প্রচার-প্রচারণায় সরগরম প্রার্থীরা। প্রার্থীদের পোষ্টার, ফেষ্টুনে ছেঁয়ে গেছে পুরো এলাকা।
প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত গণসংযোগ, উঠান বৈঠক, পাড়া বৈঠক করছেন প্রার্থীরা। বারইয়ারহাটে মেয়র পদে নির্বাচন হলেও মিরসরাইতে বিনাপ্রতিদ্বন্ধিতায় বিজয়ী হয়েছেন আওয়ামীলীগের প্রার্থী। মিরসরাইতে কাউন্সিলর পদে নির্বাচন হবে। পৌরসভা দু’টি তে কাউন্সিলর পদে ১০১ জন প্রার্থী মাঠে রয়েছেন।
মিরসরাই পৌরসভা মেয়র পদ ছাড়াও সংরক্ষিত ১ নং (১,২,৩) ও ৩ নং (৭, ৮, ৯) ওয়ার্ডে বিনাপ্রতিদ্বন্ধিতায় রিজিয়া বেগম ও ফেরদৌস আরা লাকি নির্বাচিত হয়েছেন। মিরসরাই পৌরসভায় ৯ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৩৭ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে শুধুমাত্র একটি ওয়ার্ডে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপরদিকে বারইয়ারহাট পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিক নিয়ে রেজাউল করিম খোকন ও বিএনপির মনোনিত প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে দিদারুল আলম মিয়াজী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া ৯টি ওয়ার্ডে ৫৪ জন ও সংরক্ষিত ৩ ওয়ার্ডে ৭জন প্রার্থী মাঠে রয়েছেন। আওয়ামীলীগ শিবিরে ভোট নিয়ে উৎসাহ উদ্দীপনা থাকলেও সুষ্ঠু ভোট নিয়ে শংকায় বিএনপি নেতা-কর্মীরা।
সরেজমিনে বারইয়ারহাট পৌরসভায় গিয়ে দেখা গেছে, আওয়ামী লীগ মনোনিত প্রার্থী রেজাউল করিম খোকন বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করছেন। ভোটারদের কাছে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। তাঁর জন্য নৌকা প্রতিকে ভোট চেয়ে মাঠে রয়েছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা-কর্মীরা। এছাড়া শিডিউল করে ওয়ার্ডে ওয়ার্ডে উঠান বৈঠক করে যাচ্ছেন তিনি।
অন্যদিকে মাঠে দেখা মিলছে না বিএনপি মনোনিত প্রার্থী দিদারুল আলম মিয়াজীর। তবে তিনি নীরবে প্রচারনা চালিয়ে যাচ্ছেন বলে জানান।
আওয়ামী লীগ মনোনিত প্রার্থী রেজাউল করিম খোকন বলেন, মানুষ নৌকা প্রতিকে ভোট দিতে মুখিয়ে আছে। গণসংযোগ করতে যেখানে যাচ্ছি জনগনের ব্যাপক সাড়া দিচ্ছে।
মানুষ আগামী ২৮ ফেব্রুয়ারি নৌকা প্রতিকে ভোট দিয়ে বারইয়ারহাট পৌরসভায় উন্নয়নের লক্ষ্যে আমাকে মেয়র পদে জয়ী করবে বলে আমি শতভাগ আশাবাদী। তিনি আরো বলেন, বিএনপিকে জনগন প্রত্যাখ্যান করেছে, জনরায় পাবে না বলে তারা মাঠে নেই।
বিএনপির মনোনিত প্রার্থী দিদারুল আলম মিয়াজী বলেন, বারইয়ারহাট পৌরসভায় সুষ্ঠু নির্বাচনের কোন পরিবেশ নেই। বিএনপির নেতা-কর্মীদের এলাকার ছাড়ার হুমকি দিচ্ছে সরকারদলীয় লোবজন। পোষ্টার, ব্যানার ছিঁড়ে ফেলছে।
যতই ভোট ঘনিয়ে আসছে উৎসবের বিপরীতে ভোটারদের মাঝে আতংক বিরাজ করছে। তিনি আরো বলেন, আমি কৌশলে গনসংযোগ করে যাচ্ছি। যদি সুষ্ঠ নির্বাচন হয়, ভোটার যদি ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলে আমি বিপুল ভোটে বিজয়ী হবো।
মিরসরাই পৌরসভা নির্বাচনের সহকারি রির্টানিং কর্মকর্তা মো. ফারুক হোছাইন বলেন, ইতমধ্যে মেয়র পদে ও সংরক্ষিত ওয়ার্ডে দুই প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এখন কাউন্সিলর পদে প্রার্থী রয়েছেন ৩৭ জন, মহিলা কাউন্সিলর পদে প্রার্থী রয়েছেন ৩জন।
বারইয়ারহাট পৌরসভা নির্বাচনের সহকারি রির্টানিং কর্মকর্তা মো. নাজিম উদ্দিন ভূঁইয়া বলেন, পৌরসভায় বর্তমানে মেয়র পদে ২ জন, কাউন্সিলর পদে ৫৪ জন, মহিলা কাউন্সিলর পদে প্রার্থী রয়েছেন ৭ জন।
এক নজরে মিরসরাই পৌরসভা:
পৌরসভার বর্তমান আয়তন ১০.৫০ বর্গ কিলেমিটার। মোট ভোটার ১২ হাজার ৮৫৫ জন। পুরুষ ভোটার ৬৪৪২। মহিলা ভোটার ৬ হাজার ৪১৩। মোট ভোট কেন্দ্র ৯টি।
এক নজরে বারইয়ারহাট পৌরসভা :
পৌরসভার বর্তমান আয়তন ২.১২ বর্গ কিলোমিটার। মোট ভোটার সংখ্যা ৮ হাজার ৬৫৫। পুরুষ ভোটার ৪ হাজার ৫৯৪। মহিলা ভোটার ৪ হাজার ৬১। মোট ভোটকেন্দ্র ৯টি।