সাভার (ঢাকা)সংবাদদাতা: আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে গতকাল রোববার সাভার মডেল কলেজে ভার্চুয়াল আলোচনা সভা, কবিতা আবৃত্তি, দেশাত্ববোধক গান প্রতিযোগিতা ও শহীদদের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজ অধ্যক্ষ মোঃ তৌহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কলেজ গভনিং বডির সদস্য প্রফেসর ড. ইলিয়াস মোল্লা। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক দিলারা খানম, আঃ আউয়াল খান, মতিউর রহমান সবুজ।
ছাত্র-ছাত্রীদের মধ্যে আরশি আক্তার,মারিয়া সিদ্দিকা ইতি ও নুসরাত জাহান জ্যোতি প্রমূখ। কবিতা আবৃত্তিতে ১ম স্থান নুসরাত জাহান জ্যোতি, ২য় স্থান তানজিলা ইসলাম, ও ৩য় স্থান মোশফিকা তাবাচ্ছুম, দেশাত্বকবোধক গানে ১ম স্থান এস.এম ফায়েজ, ২য় স্থান নুসরাত জাহান জ্যোতি, ও ৩য় স্থান আজমিরি সুলতানা অধিকার করেন। অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।