মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রাম উত্তর জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ ওমর শরীফের পিতা সমাজসেবক আলহাজ্ব নুরুল মোস্তফা (৭৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। শনিবার ভোরে চট্টগ্রাম শহরে নিজ বাসায় ইন্তেকাল করেন।
তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। একইদিন বাদে আসর জানাযা শেষে মিরসরাই উপজেলার কাটাছরা ইউনিয়নের পারিবারিক কবরস্থানে উনাকে দাফন করা হয়েছে। জানাযায় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মোরসালিন, সাধারণ সম্পাদক সরোয়ার উদ্দিন সেলিম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, গাজী নিজাম উদ্দিন, সদস্য সচিব সালাহ উদ্দিন সেলিম,
বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, বিএনপি নেতা অলিউল কবির ইকবাল, সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার সবুজ, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, আওয়ামী লীগ নেতা নুর উল্লাহ, উপজেলা জামায়াতের আমির নুরুল কবির, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নাসির উদ্দিন,
মফিজ উদ্দিন মিয়াজী, শওকত আলী রাজু, নুরুল ইসলাম বাবুল, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আলা উদ্দিন, যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম সোহেল, ইউসুফ তালুকদার, সাইফুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক শাহ মোঃ ফোরকান উদ্দিন, জিয়া উদ্দিন ফরহাদ, জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক কামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আদনান মাহমুদ চৌধুরী,
মিরসরাই উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেল, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নোমান, মিনহাজ উদ্দিন টিটু, সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি নেতৃবৃন্দ। এদিকে নুরুল মোস্তফার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি
মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মোরসালিন, সাধারণ সম্পাদক সরোয়ার উদ্দিন সেলিম, মিরসরাই উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গসংগঠন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।