এম মাঈন উদ্দিন ( মিরসরাই প্রতিনিধি ): মিরসরাইয়ে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ জাবের হোসেন নামে আড়াই বছর বয়সের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২১ ফব্রুয়ারি) সকালে উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের উত্তর ইসলামপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জাবের ওই এলাকার নুরুল মোস্তফা মেস্ত্রী বাড়ির বাসিন্দা আমজাদ হোসেন সুমনের পুত্র।
নিহতের চাচা ফোরকান আহমেদ বলেন, রবিবার সকাল থেকে আমাদের বাড়িতে কিছু কাজ চলছিল। এসময় যাবের সাথে ছিলো। হঠাৎ তাকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে অবশেষে পুকুরে তার নিথর দেহ ভাসতে দেখি। সেখান থেকে তাকে উদ্ধার করে বারইয়ারহাট শেফা ইনসান হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য শাহাব উদ্দিন বলেন, পুকুরের পানিতে ডুবে শিশু মারা যাওয়ার বিষয়টি আমি অবগত নই। খোঁজ খবর নিয়ে দেখছি।