মিরসরাই প্রতিনিধি : আগামী ২৮ ফেব্রুয়ারি মিরসরাই পৌরসভা নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীর সমন্বয়কারীকে প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) এ বিষয়ে ওই প্রার্থী মিরসরাই পৌর নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটানিং কর্মকর্তা মিনহাজুর রহমান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
দায়িত্বপ্রাপ্ত রিটানিং কর্মকর্তা মিনহাজুর রহমানকে দেয়া অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে ১১টায় মিরসরাই পৌর নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডের টেবিল ল্যাম্প প্রতীকের কাউন্সিলর প্রার্থী রিয়াজ উদ্দিনের নির্বাচনি সমন্বয়কারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো. আবুল হাসনাত জামিলকে উপজেলার সমবায় অফিসের সামনে প্রতিদ্বন্দ্বি উট পাখি প্রতিকের কাউন্সিলর প্রার্থী জহির উদ্দিন শারীরিকভাবে লাঞ্চিত করেও প্রাণনাশের হুমকি দেয়।
কাউন্সিলর প্রার্থী রিয়াজ উদ্দিন জানান, তার ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বি প্রার্থী জহির উদ্দিন নিয়মিত টেবিল ল্যাম্প প্রতীকের সর্মথকদের হুমকি ধমকি দিয়ে আসছে।