বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা : নাটোরের বাগাতিপাড়ায় আইজিএ প্রশিক্ষণ প্রকল্পের আওতায় ৫০ আয়বর্ধক প্রশিক্ষণার্থীর মাঝে সনদ ও চেক বিতারণ করা হয়েছে।
বুধবার দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে টেইলারিং ও ব্লক-বাটিক ট্রেডে তিন মাসের প্রশিক্ষণ শেষে তাদের সনদ ও প্রতিজনকে ৬ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আখতার এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও প্রিয়াংকা দেবী পাল।
বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা। আরও ছিলেন উপজেলা তথ্য সেবা কর্মকর্তা এ্যামিজা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও প্রিয়াংকা দেবী পাল প্রশিক্ষণর্থীদের প্রাপ্ত প্রশিক্ষণ কে কাজে লাগিয়ে ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে একজন সফল উদ্যোক্তা হয়ে নিজেকে গড়ে তুলার আহবান জানান।