মুক্তমন ডেস্ক: দেশের জরুরি সেবা ৯৯৯ এ ফোনের মাধ্যমে খবর পেয়ে দিনাজপুরের হিলিতে ২৮ বোতল ফেনসিডিলসহ তিন মাদক বহনকারীকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ৩টায় উপজেলার উত্তর বাসুদেবপুর গ্রামের এলএসডি গোডাউনের পিছন থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ।
আটককৃতরা হলেন- হাকিমপুর উপজেলার বাশমুড়ি গ্রামের রশিদ প্রধানের ছেলে নাহিদ হাসান (২৭), নওপাড়া গ্রামের রহমত আলীর ছেলে শাওন (২৮), মধ্য বাসুদেবপুর (স্টেশনপাড়া) গ্রামের মৃত ফারুকের ছেলে নওশাদ আলী (৩০)।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সংবাদের ভিত্তিতে থানা পুলিশ কর্তৃক জানতে পারি উপজেলার উত্তর বাসুদেবপুর গ্রামের এলএসডি গোডাউনের পিছনে বেশ কিছু মাদক নিয়ে কয়েকজন অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে থানার এসআই রকিবুল হাসানসহ কয়েকজন পুলিশ সদস্যকে পাঠিয়ে দিলে তারা ২৮ বোতল ফেনসিডিলসহ তিন মাদক বহনকারীকে হাতেনাতে আটক করে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক দিনাজপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।