আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ): মানিকগঞ্জ জেলা এল.পি.জি সমিতির কমিটি গঠিত হয়েছে। গতকাল মানিকগঞ্জ শহরস্থ একটি হোটেলের হলরুমে ১১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠিত হয়। কমিটিতে সভাপতি পদে মোঃ লোকমান মোল্লা ও সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন মোঃ আরিফুল হক সেন্টু।
কমিটির অন্যান্যদের মধ্যে রয়েছেন, সিনিয়র সহ সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন সেলিম, সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ মিয়া, কোষাধক্ষ্য মোঃ মিজানুর রহমান,
প্রচার সম্পাদক মোঃ আজিজুল হোসেন, সম্মানিত সদস্য শেখ শহীদ আহ্মেদ লাভলু, সৈয়দ লিটন ও মোঃ রবিউল ইসলাম। নবগঠিত এই কমিটির কর্মকর্তাদের শুভেচ্ছা ও সন্তুষ্টি প্রকাশ করে তাদের দৃঢ় নেতৃত্বে সমিতির কার্যক্রমকে আরো বেগবান করার আশাবাদ ব্যক্ত করেছেন সমিতির সকল সদস্যবৃন্দ।
কমিটির সভাপতি বসুন্ধরা এলপি গ্যাসের ডিস্ট্রিবিউটর মোঃ লোকমান মোল্লা বলেন, উন্নত জ্বালানীর চাহিদা মেটাতে শহরের গন্ডি পেরিয়ে এলপি গ্যাসের ব্যবহার এখন গ্রামে-গঞ্জে। সম্ভাবনাময় এ শিল্পকে টিকিয়ে রাখতে এবং ভোক্তা অধিকার সমুন্নত রেখে সাধারন মানুষজনের চাহিদা ও সুষ্ঠু বিপনণ ব্যবস্থার উপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করে যাবো।