এম মাঈন উদ্দিন, ( মিরসরাই ) : চট্টগ্রামের মিরসরাইয়ে বন ছেড়ে লোকালয়ে ঘুরছে একটি মেছোবাঘ। সোমবার (১৫ মার্চ) সন্ধ্যায় উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের পশ্চিম মলিয়াইশ এলাকায় প্রাণিটি ঘুরতে দেখে এলাকাবাসী আটক করে বনবিভাগের কর্মকর্তাদের খবর দেয়।
এলাকার বাসিন্দা মোঃ আলতাফ হোসেন জানান, সোমবার সন্ধ্যায় পশ্চিম মলিয়াইশ এলাকায় রাস্তার পাশে একটি মেছোবাঘ ঘুরতে দেখে এলাকাবাসী আটক করে বনবিভাগের কর্মকর্তাকে খবর দিয়েছি। তিনি প্রাণিটি বনবিভাগের কার্যালয়ে পৌছে দিতে বলেছে। আমরা রাতে প্রাণিটি উনাদের কার্যালয়ে পৌছে দেব।
এই বিষয়ে মিরসরাই উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা মোঃ এরফান উদ্দিন বলেন, একটি মেছোবাঘ দেখে এলাকাবাসী আমাকে ফোন দিয়েছে। আমি অফিসের কাজে শহরে এসেছি। তাদের বাঘটি আমাদের অফিসে দিয়ে যাওয়ার অনুরোধ করেছি।
তিনি আরো বলেন, এই ধরনের প্রাণি উপকূলীয় ম্যানগ্রোভ বনে নেই। এটি সম্ভবত পাহাড় থেকে লোকালয়ে নেমে এসেছে। আমি বাঘটি পাহাড়ে ছেড়ে দেয়ার ব্যবস্থা করবো।