শিরোনাম
ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি : ঢাকা-আরিচা মহাসড়কের ঘিওর উপজেলার পুখুরিয়ায় রাস্তা পার হওয়ার সময় সাইদ নামের এক পথচারী নিহত হয়েছে। সে স্থানীয় একটি গ্রীলের দোকানের কর্মীচারী।
নিহত সাইদ (১৫) ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের শোলধারা গ্রামের কোরবান মোল্লার ছেলে।
ঘিওর থানার সহকারী পুলিশ পরিদর্শক আজহার মিয়া জানায়, দুপুর সোয়া ১২টার দিকে মহাসড়কের মানিকগঞ্জের পুখুরিয়া বাসস্ট্যান্ডের গ্রীলের দোকানের কর্মীচারী মো: সাইদ মিয়া (১৫) রাস্তা পার হয়ে যাওয়ার সময় সাকুরা পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে বরংগাইল হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে বাসটি আটক করে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী মোহাম্মদ রাজু মিয়া জানান, সাকুরা পরিবহনের বাসটি দ্রুতগতিতে চলছিল। এতে সাইদ রাস্তা পার হওয়ার সময় চাপা পড়ে। এতে তার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।