শিরোনাম
খোরশেদ আলম শিমুল, হাটহাজারী : বাংলাদেশ সিএইচসিপি এসোসিয়েশন চট্টগ্রাম জেলার দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন সোমবার সিভিল সার্জন কার্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনে নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের মনোনীত প্রতিনিধি ডাঃ মোঃ নুরুল হায়দার ।
নির্বাচনে সভাপতি পদে মোঃ নঈম উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে মোঃ আবু জাহেদ রনি নির্বাচিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলার সিএইচসিপি লিটন শীল, সীতাকুন্ড উপজেলার বোরহান উদ্দীন ও আসিফ খান, সাতকানিয়া উপজেলার এম এন হাসান ও মহিউদ্দিন,বোয়ালখালী উপজেলার আবু বক্কর, শিমুল দাশ, হাটহাজারী উপজেলার উত্তরায়ণ চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলার কফিল উদ্দীন, সন্দীপ উপজেলার নুরুনবী রুমি, কাজল গাঙ্গুগুলি, বাঁশখালী উপজেলার আনোয়ারুল আজিম মঈনুল, নেজাম উদ্দীন, লোহাগড়া উপজেলার মোঃ এরফান ও আবু বক্কর সহ প্রমুখ। নির্বাচন পর্যবেক্ষণ করেন বিভিন্ন উপজেলার অসংখ্য সাধারণ সিএইচসিপি সদস্যগণ।