শিরোনাম
আকরাম হোসাইন, শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে পৌর এলাকায় বাসষ্ট্যান্ড সিঙ্গার শোরুমে দুর্ধর্ষ চুরি হয়েছে। সোমবার (৭ ডিসেম্বর) সকাল সোয়া ৯টায় বাসষ্ট্যান্ড আহলে হাদিস মসজিদের পাশের সিঙ্গার শো-রুম খুলতে গিয়ে চুরির ঘটনাটি দেখতে পায়।
জানা যায়, গত ৬ ডিসেম্বর রবিবার রাত্রি ১০টায় শেরপুর শাখার সিঙ্গার ব্রাঞ্চ ম্যানেজার জিকরুল হক জিকুসহ সকল কর্মচারীরা সিঙ্গার শোরুম বন্ধ করে চলে যায়। রাত্রির কোন এক সময় চোর তালা কেটে সিঙ্গার শোরুমে প্রবেশ করে ক্যাশে থাকা নগদ প্রায় ৩ লক্ষ টাকা ও ৪টি এলইডি টিভি যার মূল্য প্রায় ১ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায়।
সকালে সিঙ্গার ব্রাঞ্চ ম্যানেজার জিকরুল হক জিকু পূর্বের ন্যায় সিঙ্গার শোরুম খুলতে এসে তালা কাটা দেখতে পেয়ে পাশের ষ্টিলের দোকানের মালিক আনিছুর রহমানকে ডেকে আনে এবং পুলিশকে খবর দেয়। প্রতিবেশি দোকানদার মামুন অভিযোগ করেন, আমাদের দোকানের সামনে করতোয়া গাড়ি পার্কিং করে রেখে যাওয়ার চোরের চুরি করতে সুবিধা হয়েছে।
এ বিষয়ে শেরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অতি দ্রুত চোর ধরতে তৎপরতা চলছে।