শিরোনাম
খোরশেদ আলম শিমুল, হাটহাজারী : হাটহাজারী উপজেলার বিভিন্ন বাজরে এক শ্রেণীর অসাধু ব্যাবসায়ী ক্ষতিকারক কাপড়ের রং মাছে মিশিয়ে বিক্রি করে আসছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পেরে সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার ফতেপুর ইউনিয়নের ইসলামিয়াহাট বাজারে অভিযান চালিয়ে ক্ষতিকারক রং মিশ্রিত ৬ মণ মাছ জব্দ করে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন। এ সময় একজনকে আটক করলেও বয়স ১৮ বছরের কম হওয়ায় সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে।
ইউএনও জানান, উপজেলার ইসলামিয়া হাটে কতিপয় অসাধু ব্যবসায়ী বাজার বারে (শুক্র ও সোমবার) মাছে রং মিশিয়ে বিক্রি করে। এতে ক্রেতা প্রতারিত হয়, একই সাথে কাপড়ের রং দেহের জন্য ক্ষতিকর হওয়ায় বিভিন্ন কঠিন রোগে আক্রান্ত হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পেরে অভিযান চালায় প্রশাসন। হাতেনাতে ধরা পড়ে মাছে রং মেশানোর সময়। এ সময় রং মিশ্রিত ৬ মণ মাছ জব্দ করে পরে ধ্বংস করা হয়। ওই অপরাধে একজনকে আটক করলেও বয়স কম হওয়ায় কড়া সতর্ক করে ছেড়ে দেয়া হয় তাকে।