শিরোনাম
খোরশেদ আলম শিমুল, হাটহাজারী : হাটহাজারীতে বেগুনের ঢলে পড়া রোগ নিয়ন্ত্রণে প্রযুক্তি উদ্ভাবন ও বিস্তার শীর্ষক কর্মশালা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়।
কৃষি মন্ত্রণালয় (জিওবি) বাংলাদেশ সচিবালয়ের অর্থায়নে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র বি এ আর আই উপকারী নভেল বেসিলাস ব্যাক্টেরিয়া দ্বারা উৎপাদিত জৈব পণ্য ব্যাবহার ও কৃষকদের অনুপ্রাণীত করতে এ কর্মশালার আয়োজন করা হয়। আঞ্চলিক কৃষিগবেষণা কেন্দ্র হাটহাজারী মিলনায়তনে আয়োজিত কর্মশালায সভাপতিত্ব করেন প্রধান বৈজ্ঞানিক মোক্তাদির আলম।
এতে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ডঃ মোহাম্মদ খলিলুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক সিনিয়র বৈজ্ঞানিক কর্মকতা ডঃ তফাজ্জল হোসেন রনি। বৈজ্ঞানিক সহকারী আলাউদ্দিন আল আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন শওকত আলম চৌধুরী।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন সাংবাদ কর্মী, কৃষি সম্প্রাসরণ কর্মী, গবেষণা সহকারী ও এনজিও কর্মী।
অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করেন ডঃ জামাল উদ্দিন, প্রকল্প পরিচালক ডঃ তফাজ্জল হোসেন রনি ও ডঃ মোক্তাদির আলম।
প্রশিক্ষণে বক্তারা বলেন, ক্ষতিকর পোকা দমনের জন্য ব্যাপকহারে কীটনাশক প্রয়োক না করে জৈব পদ্ধতি ব্যাবহার করলে মানব স্বাস্থ্য ভাল থাকবে। সার বাবদ অর্থও সাশ্রায় হবে। এসব বিষয় মাঠ পর্যায়ে কৃষকদের নিকট পৌঁছে দিতে হবে।