শিরোনাম
আধুনিক আমেরিকান কবি রবার্ট লি ফ্রস্ট (১৮৭৪- ১৯৬৩) গ্রামীণ জীবন যাপনের সহজ সরল বাস্তবধর্মী উপস্থাপন ও আঞ্চলিক ভাষার ব্যবহারে মুন্সিয়ানার জন্য প্রখ্যাত। তার অধিকাংশ কবিতায় বিংশ শতাব্দীর গোড়ার দিকের নিউ ইংল্যান্ডের সাধারণ মানুষের নিত্য বহমান দেহাতি পরিবেশের বর্ণনার সাথে সামাজিক, দার্শনিক ও মনস্তাত্বিক আখ্যানের অনন্য মিশেলে কাব্য সুধার ভান্ডার রেখে গেছেন পরবর্তী প্রজন্মের তরে। নিজের জীবনকালে নানাভাবে সম্মানিত এই কবি চারবার সাহিত্য জগতের অন্যতম বড় পুরষ্কার পুলিৎজার লাভ করেন।
রবার্ট ফ্রস্টের আকৃতিতে ক্ষুদ্র কিন্তু অর্থের ব্যাপ্তিতে অসীম কবিতা 'ফায়ার অ্যান্ড আইস' ১৯২০ সালে প্রথম প্রকাশিত হয়, ভয়ানক প্রথম বিশ্ব যুদ্ধের তাণ্ডবের পরপরই। এই কবিতায় পৃথিবী ধ্বংসের জন্য অপরিমেয় অভিলাষ ও অতিরিক্ত ঘৃণা এই দুই উপাদানকে যথেষ্ট বলে মন্তব্য করেছেন কবি।
তাত্ত্বিকদের মতে দুইভাবে পৃথিবী ধ্বংস হতে পারে এক হচ্ছে আগুন আর অন্যটা বরফ। মধ্য যুগ থেকে আধুনিক কালের শুরুর দিক পর্যন্ত পৃথিবী ধ্বংস হবার দুইটি কারণ নিয়ে মানুষ মধ্য বিতর্ক হতো। একপক্ষ বলতো ভূগর্ভে প্রচুর পরিমাণে লাভা সুপ্ত অবস্থায় সঞ্চিত আছে যা একদিন সক্রিয় হয়ে গোটা পৃথিবীকে আগুন দিয়ে ধ্বংস করে দিবে অপরপক্ষের মতামত হচ্ছে কোনো একদিন যেকোনো গ্রহ সূর্যের আলোর পথ রুদ্ধ করে পৃথিবীকে আবার বরফ যুগের শীতলতায় ফিরিয়ে নিয়ে যাবে যা থেকে এই যুগের মানুষ নিজেকে রক্ষা করতে পারবে না।
ফ্রস্টের দৃষ্টিতে আগুন হচ্ছে মানুষের অতিরিক্ত চাহিদা, সবকিছু হাতের মুঠোয় নেবার সীমাহীন আকাঙ্খা। অতিরিক্ত কামনা মানুষকে দানবীয় করে তুলছে চলছে হানাহানি, ধ্বংস হচ্ছে প্রাণ-প্রকৃতি, নগর- সভ্যতা। সব কিছু নিজের করে নেবার এই দুর্দমনীয় আকাঙ্খাই এক দিন মানব সভ্যতাকে ধুলোয় মিশিয়ে দিবে। কবির মতে পৃথিবী যদি দুবার ধ্বংস হবার সম্ভাবনা থাকতো তাহলে বরফ অর্থাৎ মানুষে মানুষে শীতলতা বা ঘৃণা মানব সভ্যতাকে ধ্বংসের জন্য যথেষ্ট হতো। বর্তমানে ধর্ম- বর্ণ, জাত- পাত নিয়ে আর দখলদারি নিয়ে এক জাতির সাথে অন্য জাতির ঘৃণা হয়তো এমন দিন বয়ে আনবে যার ফলে তৃতীয় বিশ্বযুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে নিজেরা নিজেকেই ধ্বংস করে দিবে আণবিক শক্তিতে বলীয়ান দানবিক মানুষ।
অতিরিক্ত অভিলাষ ও ঘৃণামুক্ত পৃথিবী মুক্তি পাক, এই ধুলার ধরণী বেচেঁ থাক হাজারো বছর ধরে।
কে, এম, মনিরুল ইসলাম
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ইংরেজী বিভাগ
এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ
ইমেইল: kmmonirul71@gmail.com
সম্পাদক ও প্রকাশকঃ আব্দুল্লাহ আল মাহমুদ
বার্তা বিভাগ মোবাইল: +88 016 01 22 45 45
বাণিজ্য বিভাগ মোবাইল: +88 017 88 445 222
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:
৩/২, আউটার সার্কুলার রোড, প্রশান্তি হাইটস, স্যুট # এ-৪ (পঞ্চম তলা), রাজারবাগ, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।
ই-মেইল: muktomonnews24@gmail.com
ই-মেইল: muktomontv@gmail.com
© ২০১৩-২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ কর্তৃক চৌকস প্রিন্টার্স লিঃ ১৩১ ডিআইটি এক্সটেনশন রোড থেকে মুদ্রিত ও রুম-১৪, রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স, আজমপুর, উত্তরা, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। | About Us | Privacy Policy