শিরোনাম
মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল আউয়াল তুহিনের বাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর ব্যবহত মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ভোরে) উপজেলার নিজামপুর কলেজ এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিনের গাড়ি ভাংচুর করা হয়। এ সময় গাড়ির কাচে তাঁর পা কেটে যায়।
আব্দুল আউয়াল তুহিন অভিযোগ করেন, বৃহস্পতিবার রাত ৩টার দিকে অস্ত্র-শস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী ডোমখালী এলাকায় অবস্থিত আমার মৎস্য প্রকল্পে হত্যার উদ্দেশ্যে আমাকে খোঁজ করতে থাকে, না পেয়ে প্রকল্পে দায়িত্বরত কর্মচারীদের মারধর করে বেঁধে রেখে এবং আমি সেখানে যাওয়ার জন্য ফোন দিতে বাধ্য করে।
আমি ফোন পেয়েও না যাওয়ায় আধাঘন্টার মধ্যে সন্ত্রাসী দল আমার বাড়িতে হামলা ও ভাংচুর করে।
এ সময় আমার ব্যবহত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। আমি কোনমতে পালিয়ে রক্ষা পেয়েছি। এরপর বিষয়টি সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস ভাইকে জানানোর পর সকাল ৮টায় তিনি আমার বাড়িতে এলে ওঁৎপেতে থাকা সন্ত্রাসীরা ওনার গাড়িতে হামলা করে। এ সময় উনার পা কেটে গেছে।
হামলার বিষয়ে মো. গিয়াস উদ্দিন বলেন, ‘মিরসরাই উপজেলা ছাত্রলীগ নেতা তুহিনের বাড়িতে হামলা হলে আমি দেখতে যাই সেখানে আমার ওপর হামলা হয়। হামলার পর আমি মিরসরাই থানায় গিয়ে অভিযোগ দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে আসি।’
এই বিষয়ে মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, নিজামপুরে একজনের বাড়িতে হামলা ও ভাংচুরের খবর শুনেছি। তবে এই বিষয়ে কেউ কোন কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ আব্দুল্লাহ আল মাহমুদ
বার্তা বিভাগ মোবাইল: +88 016 01 22 45 45
বাণিজ্য বিভাগ মোবাইল: +88 017 88 445 222
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:
৩/২, আউটার সার্কুলার রোড, প্রশান্তি হাইটস, স্যুট # এ-৪ (পঞ্চম তলা), রাজারবাগ, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।
ই-মেইল: muktomonnews24@gmail.com
ই-মেইল: muktomontv@gmail.com
© ২০১৩-২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ কর্তৃক চৌকস প্রিন্টার্স লিঃ ১৩১ ডিআইটি এক্সটেনশন রোড থেকে মুদ্রিত ও রুম-১৪, রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স, আজমপুর, উত্তরা, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। | About Us | Privacy Policy