শিরোনাম
খোরশেদ আলম শিমুল, হাটহাজারী : হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের প্রায় আড়াই কিলোমিটার রাস্তার বেহাল অবস্থার কারণে দূর্ভোগ পোহাচ্ছেন দুই ইউনিয়নের কয়েক হাজার বাসিন্দা।
উপজেলার ধলই ইউনিয়নের মনিয়াপুকুরের দক্ষিণে চেয়ারম্যান ঘাটা এলাকার পূর্বে আমির আলি চৌধুরী প্রকাশ নুরুল্ল্যা চৌধুরী সড়কটি গুমানমর্দন রাজা মিয়া চৌধুরী সড়ক পর্যন্ত গ্রামীণ সংযোগ সড়কের প্রায় আড়াই কিলোমিটার অংশের বেহাল দশায় দুই ইউনিয়নের সাধারণ মানুষ ও শিক্ষার্থী চরম ভোগান্তিতে রয়েছেন। রাস্তাটি দিয়ে যানবাহন চলাতো দূরের কথা পায়ে হেঁটে চলাও কষ্টকর। বিশেষ করে টানা বৃষ্টি ও ভারী বর্ষণে বিপাকে পড়তে হয় ওই এলাকার মানুষজনসহ কৃষক ও শিক্ষার্থীদের।
প্রতি বছর বর্ষা মৌসুমে এ দূর্ভোগ নিত্যসঙ্গী। টানা ও ভারী বর্ষণে প্রতিনিয়ত হাজার হাজার পথচারী, শিক্ষার্থী পাঁয়ে হেটে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। তবে সবচেয়ে বেশী দূভোর্গ পোহাতে হচ্ছে শিক্ষার্থী, রোগী ও গর্ভবতী মা-বোনদের।
একযুগ আগে এলজিইডি সড়কটি ব্রিক সলিং করে। বর্তমানে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও বেশ কয়েকটি স্থানে সড়কের পাশে ভেঙ্গে যাওয়ায় পায়ে হেঁটে ও যানবাহন চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে।
দীর্ঘদিন থেকে প্রায় আড়াই কিলোমিটার রাস্তার কোন কাজ হয়নি বলে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, এলজিইডি এমনকি স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকেও কোন কাজ করা হয় না।
সড়কের বেহাল অবস্থার কথা ক্ষোভ প্রকাশ করে বাংলাদেশ ব্যাকের সাবেক কর্মকর্তা নুরুল্ল্যাহা চৌধুরী বাড়ীর শাহ আলম চৌধুরী বলেন, কি কারণে গুরুত্বপূর্ণ সড়কটি একযুগে কাজ হচ্ছে না জানি না। অথচ এ সড়ক দিয়ে প্রতিদিন শত শত শিক্ষার্থী ও পথচারী চলাচল করে।
সড়কের মেরামতের ব্যাপারে এমপি থেকে শুরু করে ইউপি চেয়ারম্যানকে অনেক বার বলার পরও সড়কটির ব্যাপারে কোন ব্যাবস্থা নেয়নি।
হাটহাজারী উপজেলা প্রৌকশলী চৌধুরী আসিফ রেজার সাথে কথা হলে তিনি বলেন, সড়কটি টেন্ডার হয়েছে। যত দ্রুত সম্ভব ঠিকাদার কাজ শুরু করবে।
সম্পাদক ও প্রকাশকঃ আব্দুল্লাহ আল মাহমুদ
বার্তা বিভাগ মোবাইল: +88 016 01 22 45 45
বাণিজ্য বিভাগ মোবাইল: +88 017 88 445 222
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:
৩/২, আউটার সার্কুলার রোড, প্রশান্তি হাইটস, স্যুট # এ-৪ (পঞ্চম তলা), রাজারবাগ, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।
ই-মেইল: muktomonnews24@gmail.com
ই-মেইল: muktomontv@gmail.com
© ২০১৩-২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রকাশক : আব্দুল্লাহ আল মাহমুদ কর্তৃক চৌকস প্রিন্টার্স লিঃ ১৩১ ডিআইটি এক্সটেনশন রোড থেকে মুদ্রিত ও রুম-১৪, রাজউক কমার্শিয়াল কমপ্লেক্স, আজমপুর, উত্তরা, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। | About Us | Privacy Policy