অর্থ-বাণিজ্য

আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টারঃ পর্যটন শিল্পের বিকাশে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে তিন দিনবাপী ‘আন্তর্জাতিক পর্যটন মেলা’ ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা ট্রাভেল মার্ট-২০২৫। হোটেল সোনারগাঁয়ের বলরুমে আয়োজিত এ মেলার উদ্বোধন করবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

রোববার হোটেল সোনারগাঁয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। সম্মেলনে বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম আসন্ন মেলার বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়া বক্তব্য রাখেন- ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ কামরুল ইসলাম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপমহাব্যবস্থাপক (মার্কেটিং) একেএম শহিদুল ইসলাম, ফার্স্টট্রিপের প্রধান পরিচালন কর্মকর্তা হাসনাউন রফিক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কার্ড বিভাগের প্রধান মো. আবু বকর সিদ্দীক।

সংবাদ সম্মেলনে কাজী ওয়াহিদুল আলম বলেন, এবারের পর্যটন মেলায় ইউএই, মালদ্বীপ, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, জর্ডান, স্বাগতিক বাংলাদেশের ৫০টির বেশি প্রতিষ্ঠান ও সংস্থা, তাদের পণ্য ও সেবা প্রদান করবে। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে জাতীয় পর্যটন সংস্থা, বিভিন্ন এয়ারলাইন্স, ট্রাভেল এজেন্সি, হোটেল ও রিসোর্ট, ট্যুর অপারেটর, আর্থিক প্রতিষ্ঠানসহ ভ্রমণ ও পর্যটন সংক্রান্ত অন্যান্য সংগঠন।

তিনি উল্লেখ করেন, মেলা চলাকালীন সময়ে ভিজিটরদের জন্য দেশ-বিদেশের এয়ার টিকেট, হোটেল ও রিসোর্ট রুম, ভ্রমণ প্যাকেজ ইত্যাদির ওপর আকর্ষণীয় মূল্য ছাড় প্রদান করা হবে। ভিজিটররা প্রবেশ টিকেটের ওপর র‌্যাফেল ড্রতে ৪৫টি আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ পাবেন। র‌্যাফেল পুরস্কারের মধ্যে রয়েছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যে ভ্রমণের জন্য রিটার্ন এয়ারটিকেট, দেশ-বিদেশে বিভিন্ন আন্তর্জাতিকমানের হোটেল ও রিসোর্টে আবাসন, দেশের পাচঁতারকা হোটেলগুলোতে লাঞ্চ ও ডিনার।

মেলায় কো-স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে অনলাইন ট্রাভের এজেন্সি ফার্স্টট্রিপ ও ট্রাভেল কোম্পানি আকিজ এয়ার। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ব্যাংকিং পার্টনার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।

ঢাকা ট্রাভেল মার্ট ৬ থেকে ৮ ফেব্রুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশ ফি নির্ধারিত হবে ৫০ টাকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button