শিরোনাম
মুক্তমন রিপোর্ট : কাতার ভিত্তিক ‘শেখ হামাদ আন্তর্জাতিক অনুবাদ সাহিত্য পুরষ্কার’ ঘোষিত হয়েছে ২০ ডিসেম্বর রাতে। এটি অনুবাদের নোবেল খ্যাত বিশ্বের একটি মর্যাদাপূর্ণ পুরষ্কার। এবারই প্রথম আরবী-বাংলা অনুবাদকে প্রতিযোগিতার একটি ক্যাটাগরি নির্ধারণ করা হয়। ৪২টি আরব ও ইসলামী দেশের ৩শতাধিক প্রতিযোগীর মধ্য থেকে বিশেষজ্ঞ মূল্যায়নের মাধ্যমে এটি চূড়ান্ত করা হয়। বাংলা ছাড়াও পশতু, সুইডিস, হাউসা, কোরিয়ান ভাষায় ব্যক্তি/প্রতিষ্ঠানকে পুরষ্কার প্রদান করা হয়।
এবার আরবি থেকে বাংলা অনুবাদ বিভাগে পুরস্কার পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আরবি বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল্-মা‘রূফ। এ বিভাগের অনুবাদ পুরস্কার হিসেবে তিনি এক লাখ ডলার পাচ্ছেন।
২০১৫ সাল থেকে প্রতিবছর ‘শেখ হামাদ অ্যাওয়ার্ড ফর ট্রান্সেলেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং’ আরবি ও নির্ধারিত ভাষায় অনূদিত বইয়ের জন্য পুরস্কার দিয়ে আসছে।
এ বছর আরবি ও ইংরেজির পাশাপাশি ফারসিকে অনুবাদের প্রধান ভাষা হিসেবে নির্ধারণ করা হয়েছে। এছাড়া বাংলাসহ আরও চারটি ভাষাকে (পশতু, সুইডিশ, কোরিয়ান ও হাউসা) পুরস্কারের জন্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এ বছর অনুবাদের প্রধান ভাষার পুরস্কার হিসেবে দুই লাখ ডলার এবং সাধারণ ভাষার জন্য এক লাখ ডলার নির্ধারণ করা হয়েছে।
এবার ইংরেজি থেকে আরবি অনুবাদ বিভাগে ‘মধ্যযুগে ইসলামী প্রজাতন্ত্রের চিঠিপত্র’ অনুবাদ করে প্রথম পুরস্কার পান হাবিবা হাসান আবদুল্লাহ। ‘ভাষা, চিন্তা ও সংস্কৃতি’ নামক বই অনুবাদ করে দ্বিতীয় স্থান অধিকার করেন মুহাম্মাদ গালিম। ইয়ান হুয়াং লিখিত অক্সফোর্ড ডিকশনারি অব প্র্যাগমেটিক্স অনুবাদ করে তৃতীয় স্থান অধিকার করেন হিশাম ইবরাহিম খালিফা।
আরবি থেকে ইংরেজি অনুবাদ বিভাগে সাদুল্লাহ ওয়ানুস লিখিত গ্রন্থ অনুবাদ করে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেন রবার্ট মিয়ার্স ও নাদা সাব। সিনান আনতুন লিখিত ‘ফাহরাস’ অনুবাদ করে জোনাসান রাইত তৃতীয় স্থান অধিকার করেন। সুদানের উপন্যাস অনুবাদ করে তৃতীয় স্থান অধিকার করেন আদিল বাবিকরা।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এটি সরাসরি সম্প্রচার করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের এই অধ্যাপক একজন গবেষক ও লেখক এবং ও.আই.সি ইন্টারন্যাশনাল ইসলামিক ফিকহ একাডেমীতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিযুক্ত আছেন।
আন্তর্জাতিক পর্যায়ে বাংলা ভাষায় অনুবাদে এ পর্যাদাপূর্ণ পুরষ্কার লাভ করায় আমরা ড. আব্দুল্লাহ আল্-মা‘রূফকে অভিন্দন জানাই।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ জিয়াউল হক
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ ছাদেকুর রহমান
প্রকাশকঃ আব্দুল্লাহ আল মাহমুদ
বার্তা বিভাগ মোবাইল: +88 016 01 22 45 45
বাণিজ্য বিভাগ মোবাইল: +88 017 88 445 222
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:
৩/২, আউটার সার্কুলার রোড, প্রশান্তি হাইটস, স্যুট # এ-৪ (পঞ্চম তলা), রাজারবাগ, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।
ই-মেইল: muktomonnews24@gmail.com
ই-মেইল: muktomontv@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | মুক্তমন এসএসএস লিমিটেডের একটি প্রতিষ্ঠান | About Us | Privacy Policy