মোঃ আসাদুজ্জামান : কিছুদিন আগে বিসিএস ক্যাডার ও মোটিভেশনাল স্পিকার সুশান্ত পাল কে বান্দরবান বদলী করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি বেশ আলোড়ন সৃষ্টি করেছিল। পক্ষে বিপক্ষে বিভিন্ন মতামত ছিল।
নিউজের নিচে একটা কমেন্ট আমার দৃষ্টি গোচর হয়৷ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আমার এক জুনিয়র উপজাতি ছোটভাই কমেন্ট করেছিল --পার্বত্য জেলা গুলো সৎ অফিসার প্রত্যাশা করতে পারে না?
খুব ছোট কমেন্ট কিন্ত অনেক ভাবনা চিন্তার উদ্রেক করল। সত্যিই ত তাই। বাংলাদেশের ৬১ জেলার সকল দুস্কৃতিকারি,অসৎ, ঘুষখোর অফিসারদের এই ৩ জেলায় বদলী করা হয়৷ এই বদলী হয় শাস্তিমূলক।
অথচ একই ভূখণ্ড, পতাকা, সংবিধান, সরকারের আনুগত্য করেও কেন অসৎ অফিসারদের দ্বারা নিষ্পেষিত করা হয় এই ৩ জেলার মানুষকে? একজন অসৎ,দূর্নীতিবাজ অফিসার,পুলিশ,সচিবদের মনে চাকুরী হারানোর ভয় নেই, পদাবনতির ভয় নেই, বেতন কর্তনের ভয় নেই। তাদের অপরাধের শাস্তি হিসেবে পার্বত্যভূমিতে বদলী করা হবে এটাই ভয়!!
নাটক, সিনেমা, বিজ্ঞাপনে অহরহ এই দৃশ্য দেখা যায়৷ অসৎ নেতা সৎ অফিসার কে পার্বত্য জেলায় বদলী করার হুমকি দেয়৷ কয়েকদিন আগেও একটা চায়ের বিজ্ঞাপনে শতাব্দী ওয়াদুদ চাকুরীর জন্য এক অফিসারকে 'ওভারনাইট বান্দরবান' বদলীর হুমকি দেয়। অথচ বাস্তবে অসৎ অফিসারদের সেখানে বদলী করা হয়।
এসব কনসেপ্ট বা বাস্তবতা এই ৩ জেলার বাসিন্দাদের ছোট করে তোলে। পাহাড়ের নিরিবিলি মানুষ গুলোকে রাষ্ট্রের চোখে অবহেলিত করে তোলে। অথচ তারাওতো আমাদের রাষ্ট্রের মানুষ। তারা সরকার কে ট্যাক্স দেয়, ভোট দেয়। অন্যান্য জেলার মানুষের মত সুস্থ স্বাভাবিক বেঁচে থাকার অধিকার আছে।
সৎ, আদর্শিক অফিসারদের কাছে সেবা পাওয়ার অধিকার আছে। সরকারের সৎ অফিসারের কাছে যাওয়ার অধিকার আছে।
কিন্ত বাস্তবতা ভিন্ন৷ বাংলাদেশের সব দূর্নীতিবাজ অফিসারদের শেষ ঠিকানা পার্বত্য জেলা৷ একবার ভাবুন - বিভিন্ন জেলার মাঠ পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ দূর্নীতিবাজ অফিসারদের ক্রমান্বয়ে এই ৩ জেলায় বদলী করলে জেলার অবস্থা কি হবে?
আবার কোন সৎ অফিসারের কর্মজীবনের কোন এক সময় যদি এই জেলায় পোষ্টিং থাকে তবে যে কেউ ভেবে নেবে এই অফিসার দূর্নীতিবাজ। এই ৩ জেলার মানুষকে এভাবে বঞ্চিত করে রাষ্ট্র কোন সুফল পাবে না। মানুষের ভেতর থেকে এই চিন্তা দূর করতে হবে যে পার্বত্য অঞ্চলে ভাল, সৎ অফিসার কাজ করতে পারে।
আর সিনেমা, নাটকে এসব প্রচারণা বন্ধ করে দিতে হবে৷ অসৎ অফিসারদের ৩ জেলায় বদলী নয়,অন্য ভাবে শান্তি প্রদানের ব্যবস্থা নিতে হবে৷ এই জেলা গুলোর বাসিন্দাদের ভেতর থেকে এই ধারণা দূর করতে হবে।
লেখক : লেকচারার, আইন ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়।