শিরোনাম
মুক্তমন রিপোর্ট : বিএনপির সহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন বর্তমান সরকার ভ্যাক্সিন আমদানির নামে নতুন করে জনগণের সম্পদ লুটপাট করছে।
সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত এই সভায় ফখরুল সরকারকে উদ্দেশ্যে করে আরো বলেন, “আপনারা চুরি এবং লুটপাট করে ডাকাতির রাজত্ব প্রতিষ্ঠা করেছেন এই বাংলাদেশে। কোভিড ১৯ এর ভয়াবহ মহামারীতেও আপনারা লুটপাট বন্ধ করেননি। এখন ভ্যাক্সিন আমদানির মধ্যদিয়ে সেই লুটপাটের ষড়যন্ত্র করছেন।”
৫ টাকা করে ভ্যাক্সিন আমদানির তথ্য উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, “ভারতে একই ভ্যাক্সিন ২ টাকা করে বিক্রি হচ্ছে। আপনারা চুরির টাকা নিজেরা নিবেন বলে ষড়যন্ত্র করছেন।”
সরকারকে গণবিরোধী উল্লেখ করে ফখরুল বলেন, “এরা গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অত্যন্ত সু-পরিকল্পিতভাবে বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে এরা ধ্বসংস করে দিচ্ছে। এজন্যই এই সরকারকে সরানোর জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।” এ সময় তিনি তারেকরহমান সহ বেগম খালেদা জিয়া ও দলীয় সকল নেতা-কর্মীর বিরুদ্ধে করা মিথ্যা মামলা ও হুলিয়া প্রত্যাহারের আহ্বান জানান।
সকাল পৌনে ১০টা থেকে দলের এই কর্মসূচি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুন্নবী খান সোহেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এ সময় কেন্দ্রীয় নেতারা উপস্থিত হবে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারি বৃহস্পতিবার আওয়ামী লীগ নেতার দায়ের করা একটি রাষ্ট্রদোহী মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নোয়াখালী অতিরিক্ত দায়রা জজ আদালত। একইসঙ্গে মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৩১মার্চ তারিখ ধার্য করা হয়েছে।
মামলা সম্পর্কে জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী গুলজার আহমেদ জুয়েল জানান, ২০১৪ সালের ১৫ ও ১৭ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার বলে ও সরকারবিরোধী বিভিন্ন ধরনের উস্কানিমূলক মন্তব্য করেন তারেক রহমান। তার এসব বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়। এ ঘটনায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী ওমর ফারুক বাদী হয়ে ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি বাদী হয়ে চরজব্বার থানায় একটি রাষ্ট্রদোহ মামলা করেন। মামলায় তারেক রহমানকে আসামি করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ জিয়াউল হক
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ ছাদেকুর রহমান
প্রকাশকঃ আব্দুল্লাহ আল মাহমুদ
বার্তা বিভাগ মোবাইল: +88 016 01 22 45 45
বাণিজ্য বিভাগ মোবাইল: +88 017 88 445 222
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:
৩/২, আউটার সার্কুলার রোড, প্রশান্তি হাইটস, স্যুট # এ-৪ (পঞ্চম তলা), রাজারবাগ, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।
ই-মেইল: muktomonnews24@gmail.com
ই-মেইল: muktomontv@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | মুক্তমন এসএসএস লিমিটেডের একটি প্রতিষ্ঠান | About Us | Privacy Policy