শিরোনাম
রফিক মোল্লা, সিরাজগঞ্জ দক্ষিণ প্রতিনিধি : সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবদুল মমিন মন্ডল বলেছেন, মহান মুক্তিযুদ্ধ সহ দেশের সকল উন্নয়ন ও অর্জনে ডিফেন্স সৈনিকদের ভুমিকা রয়েছে। ৭ জন বীর শ্রেষ্ঠই তার বড় উদাহারণ। এ জন্য সৈনিকরা প্রাক্তন হলেও দেশ গড়ার কাজে তাদের এগিয়ে আসতে হবে।
শুক্রবার সকালে বেলকুচি উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মমিন মন্ডল এমপি এ কথা বলেন।
অবসরপ্রাপ্ত সেনা, নৌ ও বিমান বাহিনীর সমন্বয়ে গঠিত ডিফেন্স এক্স-সোলজার্'স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ট্রাস্টের বেলকুচি শাখার উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সভায় সাংসদ আবদুল মমিন মন্ডল আরও বলেন, দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করতে পারে এমন কোন কার্যক্রম যেন কেউ পরিচালনা করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। এছাড়া জঙ্গি সন্ত্রাস সহ সকল সামাজিক অপরাধ নির্মূলে কাজ করার আহবান জানান তিনি।
এক্স-সোলজার্'স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ট্রাস্টের বেলকুচি শাখার সভাপতি অবঃ সার্জেন্ট আইযুব আলী'র সভাপতিত্বে আলোচনা সভায় ইউএনও আনিসুর রহমান, ডেসওয়া ট্রাস্টের মহাসচিব সফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সহসভাপতি গাজী দেলখোশ আলী প্রাং, সাধারণ সম্পাদক ফজলুল হক, যুবলীগের সাবেক আহবায়ক সাজ্জাদুল হক রেজা, বড়ধুল ইউপির সাবেক চেয়ারম্যান ফরিদ আহম্মদ ও সোহাগপুর মানব কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য রাতুল ভূইয়া সহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভা শেষে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এর আগে উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের অনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আবদুল মমিন মন্ডল।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ জিয়াউল হক
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ ছাদেকুর রহমান
প্রকাশকঃ আব্দুল্লাহ আল মাহমুদ
বার্তা বিভাগ মোবাইল: +88 016 01 22 45 45
বাণিজ্য বিভাগ মোবাইল: +88 017 88 445 222
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:
৩/২, আউটার সার্কুলার রোড, প্রশান্তি হাইটস, স্যুট # এ-৪ (পঞ্চম তলা), রাজারবাগ, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।
ই-মেইল: muktomonnews24@gmail.com
ই-মেইল: muktomontv@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | মুক্তমন এসএসএস লিমিটেডের একটি প্রতিষ্ঠান | About Us | Privacy Policy