শিরোনাম
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরের পল্লীতে এক কৃষকের ৫টি গরু চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল। এতে ওই কৃষক সর্বশান্ত হয়ে গেছে। এ ব্যাপারে শেরপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
শেরপুর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের চোমরপাথালিয়া গ্রামের মৃত রহমান আলীর পুত্র ফজর আলী খান (৫৫) প্রতিদিনের ন্যায় গতকাল ২৯ নভেম্বর সন্ধ্যারাতে গোয়াল ঘরে গরুগুলি তুলে তালাবদ্ধ করে ঘুমিয়ে পরে। ৩০ নভেম্বর সোমবার ভোরবেলা গরুগুলো গোয়াল ঘড় থেকে বের করতে গিয়ে দেখতে পান গোয়াল ঘরে গরুগুলি নেই। পরে অনেক খোজাখুঁজি করেও গরুগুলোর কোন সন্ধান পাননি।
চুরি হওয়া গরু ৫টির মধ্যে ১টি গাভী, ২টি বকনা গাভী, ১টি বকনা বাছুর ও ১টি ষাড় বাছুর ছিল। যার বাজার মূল্য প্রায় ৩ লক্ষ টাকা।
এ ব্যাপারে গরুর মালিক ফজর আলী বাদী হয়ে শেরপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত গরুগুলো উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ জিয়াউল হক
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ ছাদেকুর রহমান
প্রকাশকঃ আব্দুল্লাহ আল মাহমুদ
বার্তা বিভাগ মোবাইল: +88 016 01 22 45 45
বাণিজ্য বিভাগ মোবাইল: +88 017 88 445 222
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:
৩/২, আউটার সার্কুলার রোড, প্রশান্তি হাইটস, স্যুট # এ-৪ (পঞ্চম তলা), রাজারবাগ, ঢাকা-১২১৭ থেকে প্রকাশিত।
ই-মেইল: muktomonnews24@gmail.com
ই-মেইল: muktomontv@gmail.com
© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | মুক্তমন এসএসএস লিমিটেডের একটি প্রতিষ্ঠান | About Us | Privacy Policy