অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনার বিচার করা: শফিকুল আলম
কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃঅন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ায় ইসলামি বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে “জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম” শীর্ষক সেমিনারে প্রধান বক্তা হিসেবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, এ বিষয়ে যত ধরনের আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা যায় সে বিষয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার। একটা লিগ্যাল প্রসেসে তাকে আমরা ফেরত চেয়েছি। সারা জাতি যদি সোচ্চার থাকি এবং প্রেসার রাখতে পারি, ঠিকই তাকে আনা হবে।
আপনাদের মনে আছে, সে তার বাবার খুনিকে যেভাবে খুঁজে খুঁজে নিয়ে এসেছে, ঠিক আমরাও যতদিন এই গভর্নমেন্ট আছে, পরবর্তী গভর্নমেন্ট সবাই মিলে আমাদের এক নম্বর দায়িত্ব তাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা। যত রকম ইন্টারন্যাশনাল প্রেসার তৈরি করা যায় সেটি এই সরকার করছে। অলরেডি দেখেছেন তার এক ভাগনির এখন মন্ত্রিত্ব নেই।
ইবির কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি ড. মো. রাশিদুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইসলামি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মো. নসরুল্লাহ। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ইসলামি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ইবিসাস) উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।