রাজনীতি

উত্তরায় আ.লীগের মিছিলের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

মুক্তমন রিপোর্ট : স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা ও তার দালালদের মদদে রাজধানীর উত্তরায় আওয়ামী লীগের মিছিলের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে উত্তরা পশ্চিম থানা যুবদল। শুক্রবার রাতে অনুষ্ঠিত মিছিলটির নেতৃত্ব দিয়েছে উত্তরা পশ্চিম থানা যুবদলের আহবায়ক মিলন মিয়া, সদস্য সচিব ফেরদৌস মজুমদার মাসুম।

এসময় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান মিছিলে অংশ গ্রহণকারীরা। এর আগে বাদ আসর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ছাত্র-জনতার ব্যানারে বিশাল বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি বিএনএস সেন্টারের সামনে থেকে শুরু হয়ে জসিমউদ্দিন মোড় ঘুরে আজমপুরে গিয়ে শেষ হয়।

শুক্রবার রাত ৮ টায় আব্দুল্লাহপুর সুইচগেট থেকে শুরু করে জমজম টাওয়ার প্রদক্ষিণ করে লুবানার সামনে দিয়ে সাংগামের মোড় হয়ে আজম্পুর আমির কমপ্লেক্স সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনায় পশ্চিম থানা যুবদলের আহবায়ক মিলন মিয়া।

তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার লক্ষে হঠাৎ করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ মিছিল করেছে। তাদের অরাজকতা রুখে দিতে দেশের সকল জনগণকে সাথে নিয়ে যুবদল, ছাত্রদলসহ বিএনপির সকল নেতাকর্মী সবসময় সোচ্চার থাকবো। আগামীতে আওয়ামী লীগকে আর ছাড় দেওয়া হবে না। কোন অরাজকতা সৃষ্টি করলে তাদের রাজপথে প্রতিহত করা হবে বলেও জানান মিলন নিয়া।

নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে নির্যাতিত যুবদল, ছাত্রদলসহ বিএনপির নেতা-কর্মীরা এখনো মাঠে সক্রিয় আছে। সুতরাং আওয়ামী লীগের এটা মনে করার সুযোগ নাই যে, তাদের আপ্যায়ন করে রাজনীতিতে পুনর্বাসন করা হবে। তাছাড়া যারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করবে তাদের প্রতিহত করার ঘোষণা দেন বক্তারা।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র যুবদল নেতা মাসুদুর রহমান মাসুদ, আজহার হোসেন বাবু, আবুল কালাম, ইউনুসুর রহমান বাদশা, রিপন, সাইফুল, ১নং ওয়ার্ড যুবদলের আহবায়ক শাকিল হোসেন শাকিলসহ অন্যান্য নেতাকর্মীরা।

উল্লেখ্য, শুক্রবার (১৮ এপ্রিল) সকালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ব্যানারে ঢাকা-১৮ আসন, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হঠাৎ করে বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীর বিমানবন্দর এবং উত্তরা এলাকায় আওয়ামী লীগ ঝটিকা মিছিল করে। ওইদিন সন্ধ্যায় দক্ষিণ খান থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী নজরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button